পাতা:জীবন তারা.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3 জীবন তারা। আজি মোর শুভ দিন শুনি সুমঙ্গল: মঙ্গলার রূপায় প্রকাশ হৈল ছল ৷ তাই ভাব একি চতুরের চতুরাল্লি। করিতেকি বাকি আর রাখিয়াছে কালী ॥ছলেতে ঔষধী বান্ধ্য দিয়াছে গলায়। কোথা পায় এবিদ্য প্রণাম তার পায়। যেমন করিল কৰ্ম্ম নাহি লজ্জা ভয়।অবশ্য ইহার শোধ দিতে তবে হয়৷চতু রের কৰ্ম্ম এই জগতে প্রচার। ষে যেমন তার সঙ্গে তেমতি ব্য ভার। যেমন সন্যাসী হয়ে ছলিল আমারে। সন্যাসিনী হয়ে আমিছলিব তাহারে ॥মধ,কুঞ্জ নামেন্তে পিতার পুষ্পোদান লোক মখেশুনিয়াছি অতি রম্য স্থান। নানা ফুলে সুশোভিত্ত চৌদিগে প্রাচীর। ফটকের সন্ম খেতে শিবের মন্দিব৷ পঞ্চ মন পুজা চলে যাইব সেখানেীপঞ্চ দিন রবমধু কল্প পূপে দ্যনে। সখীসঙ্গে যোগ করি নাথেরে চলিব। নাগরাল কাঞ্চৎ নাগবে শিখাইব। এত ভাবি গিয়া তবে জননীর পাশে বিনা ইয়াবিনোদনীকহে মৃদ্ধভাবে শুনগো জননী যাব মধু কুঞ্জ বনে পঞ্চদিন সেবন কারুবপঞ্চাননে৷ একান্ত হয়েছে মন কর অনুমতি। আশুগিয়া পূজি আশুতোষ পশুপতি ॥কন্যার কথা য় রাণী হাসেন তখন। নিশিতে রাজারে কন সব বিবরণ। কন্যার হয়েছে মনমধুকুঞ্জেরবে।পঞ্চদিনপঞ্চাননচর যোৰ বে। ক্ষতি কিবা কন্যা ইথেযদি রহে মনে। সে বনে পাঠাও কন্যাশিবের সেবনে ॥শুনিয়ে রাণীর কথা রাজা দিল সায়। প্রাতে কন্যারে মধু কুঞ্জেতে পাঠায় হীরে ধীরে পদ্মচাঁপা দাসী চারজন। ভারার সঙ্গেতে তার প্রবেশিল বন। শুনহু