পাতা:জীবন তারা.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ জীৱন তারা । দিলেনকিরণ ॥বসন্তে কুসুম ফুটে, চারিদিগে গন্ধ ছুটে, সৌর ভে ব্যাকুললৈ সবে। কোকিল ললিত গায়, ডাকিতেছে পাপি স্থায়,পিউংযুমূখুব রবে॥ব্যাকুল কামিনী কুল, করিল কাম নী ফুল, অধিকান্ত বকুল তাহাতে। ভ্রমর গুঞ্জবে ঘন, দহিল তারার মন, মন্দ২ মলয়ার বাতে৷ হাসিয়ে দাসীরে বলে, কালী দরশন ছলে, শীঘ্ৰ যাও কালীর ভবনে। সন্যাসী আছয়ে যথা,উপনীত হয়ে তথl, ছলে কথা কবে তাঁর সনে পরিচয় দিবে তারে,যোগাসন হরিদ্বারে, আইলাম তীর্থ পরিক্রমে। যে জন্যে এখানে আসা, শুন সে মনের আশা, যাব গঙ্গা সাগর সঙ্গমে আছি মধু কুঞ্জ বনে নির হার যোগাসনে, আছেন যোগিনীঠাকুরাণী। আমরা তাহারদাসী, ভারপ্রেম অভিলাষী, ব্ৰহ্ম পদ তুচ্ছকরি মানি ॥এই কথাশুনে তবে,আসিতে বাস নাহৰে, তারে না মানিবে এই স্থলে । বুঝাইয়া কবে হেন, ফটকে দাঁড়ায় যেন, দেখা হবে শিবপুজা ছলে ! জিজ্ঞাসিলে যেন কয়,ভূতা বলে পরিচয়, যেন মায় না বলে আমারে। সদা ববে সাবধানে,করিবে আমার স্থানে, যোগ শিক্ষা বিবিধ প্রকারে॥শুনিষে তারার কথা, সখীরচলিল তথা, উপনীত যথায় সন্যাসী। রসিক হাসিয়া কয়, এ মেয়েত মেয়ে নয়, একি বুদ্ধি সাবাসি২॥ - অথ সহচরীগণের ছল ৷ রাগিণী ভৈরবী । তাল ঠেকা । কি আশয়ে হেথা আসা বল সে মনের অাশা ৷