পাতা:জীবন তারা.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

0.३ औदन उांज़|! অথ জীবনের সম্যাসী বেশ ত্যাগ। রাগিণী আলিয়া । তাল কাওয়ালি । মনে মজনশ্ৰীগুরুপদোপান্তে। জানি গুরু ব্ৰহ্ম সারাৎসার,নাহি জীবের গতি আর, বিনে হৃদি পদ্মে গুরুচরণ চিন্তে ॥ মিছে কর অহঙ্কার, দারা পুত্র কেবা কার, মায়। অন্ধকারে ভবে ভুলে আছ ভ্রান্তে ॥ আছ অনিত্যদেহ ধারণে ভবে, মরণ হবে ন৷ রকে সত্য২রে,যদি নাম রেখে ভবে, যারি মনঃ বলি তবে,কিরম্বস হয়েছ তুমি মন্তরে, ত্যজে অহঙ্কার কর অহং তত্বরে, নিত্য রসে মজ্যেমন,রসিক নাম কর ধারণ, অনি ত্য রসিক নাম যাবে জীবনান্তে ॥ ধ্রু॥ পয়ার ॥ দাসখত দেখিয়াযোগিনী সুখে ভাসে। मू१ বহি বাস দিয়া সঙ্গিণীর হাসে ৷ সন্যাসিনী বলে যোগি শুন সম৷ চার। গুরু বলে এত ভক্ত যদ্যপি তোমার৷ শুনেছ শাস্ত্রের কথাসৰ্ব্বলোকে কয়। গুরুর নিকটে মাথামুড়াইতে হয়। মুড়া ইয়া জটাভারকর যোগ শিক্ষে শৈব হবে শিব মন্ত্রে করাইলে দীক্ষে। যে আজ্ঞা বলিয়া যোগী যোড় হস্তে কয়। ইচ্ছাময়ী আপনার ইচ্ছা যেবা হয়। আমারে জিজ্ঞাস করা এ আর কেমন । শিষ্য কোথা গুরু বাক্য করেছে হেলন ৷ আপনি সে শাস্ত্রবেদ আপনি পুরাণ। কৃপা করে যদি মোর বাসনাপুরাণ৷