পাতা:জীবন তারা.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা। (: 3 হাসিয়াসুদরকার দামীরে ইঙ্গিত সন্যাসীর জটা ভারমুড়াও ত্বরিতাসখমেলিজটাভারদিলমুড়াইয়াণামুছায়গামুছায়হাসি য়াংlযুন্দরীরপুরুষের সাজছিল সঙ্গে সেইসাজেযুবরাজেসাজ ইলরঙ্গে ॥পদ্ধহস্তেপদ্মমুখী দিল পদ্ম আনি। হীরামণি হার গলে দিল হীরামণি। গাথিয় চাঁপার হার চাপা পরাইল । ৰূপ দেখে ধীর সর্থী অধীর হইল ॥তারার নয়ন তারাহেরে হয়স্থির কন্দৰ্পে কদম্ব সম শহরে শরীর। হাসিয়া সুন্দরী বলে শুনযুবরাজ।যার সাজ তারে সাজে অন্যে পায় লাজ৷ বিচার কবিয়া সৃষ্টিকরেছেনধাতা। রাজার রাজত্ব ভিখারীর বুলি কাথা৷ করে ছিলে স্বর্ণ অঙ্গ ভস্মে আচ্ছাদন। যেমন চাঁদের গায় কলঙ্ক লেপন। এইবেশে একবার শ্বশুর আলয়। রমণী তুষিতে যাও হইয়ে সদয় ৷ দিন দুই চারি পরে আসিবে এখানে। করাইব যোগ শিক্ষা অতি সাবধানে৷ তোমাররমণী তারামণি গুণবতী। আমি জানি সে রমণী পতিব্ৰত সতী । দিয়নাং দুঃখ হইয়ে নিদয়। মনঃ দুঃখ দিলে মনঃ দুঃখ পাইতে হয়। পরের কথায় কেন কর অবিচার। যে হয় আপনিভাল জগৎ ভাল তার ৷ কি আর শিখিবে যোগ কি শিখিৰে ধ্যান । সেই যোগ ধৰ্ম্ম যদি থাকে ধৰ্ম্ম জ্ঞান ৷ ভক্তি যদি থাকে তুৱে কি কর ভাবনা । ঘরে বসি হৃদি পদ্মে গুরুরে ভাবনা ৷ ধৰ্ম্মকথা মৰ্ম্ম কিছু শুন অতঃপরে । ভাব সত্য বল সত্য তরিবে সত্বরে। সাবধান পরহিংসা নাকর কখন। অহিংসা পরম ধৰ্ম্ম শাস্ত্রের লিখন। রায় বলে যে আজ্ঞা একথা মিথ্যা নয়। সতী