পাতা:জীবন তারা.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । got কিন্তু মোরে সত্য বল ঠাকুর নন্দিনী । কেমনে শুনিলে শারী শুকের কাহিনী। হাসিয়া কহিছে তারা একথা কে পায়। এ তারাবিত্ৰীত আছে সে তারারপায়। কৃপাবতী হয়ে মোরে ভগ বতীচান নাথের চাতুরী হৈতে তেই পাইকু ব্ৰাণ ৷ এইৰূপে য়সবর্তী করেন উত্তর। রজনী প্রভাতে হৈল উদয় ভাস্কর ৷ বাট হৈতে অনাইয়া মহাপা তখন চড়িয়া আনন্দে ধনি করিলগম ন। হেতায় জীবন রায় অশ্ব আরোহণে । উপনীত হৈল আসি শ্বশুর ভবনে। সমাচার পার্যে রাজা করে সমাদর।চিনিতে না পার চিন্তে হইল বিস্তর। ইঙ্গতে বৈদ্যুরে কন লহপরিচয়। বৈদ্য বলে কোথ।হুৈতে আইলে মহাশয় ৷ কিব। নাম আপনি ধরেনযুবরাজ। আমি বৈদ্য বাড়ী মোর গরিট সমাজ ॥ মৰ্ম্ম বুঝে সুচতুর মূছং হাসে। বৈদ্য উপলক্ষমাত্র ভূপতি জিজ্ঞা সে ॥রায় বলে বৈদাবাজ শুন পরিচয়। সিন্ধুপুরে রঘুবীর রাজা র তনয়৷ সংসারে জীবনকৃষ্ণ ধরিয়াছি নাম। ত্যজিয়ে সংসা র ধৰ্ম্ম কাশীতে ছিলাম। তেয়াগিয় বারাণসী আইলাম পুনঃ। গুপ্ত মহাশয় কিছু গুপ্ত কথা শুনকাশীহৈন্তেপন্নলিখিলু ধাওরাজনে কাশীতে কুশলে আছি জীবনেই ৷ সভাজন বলে হয়েছিলেন সন্যাসী। মুড়াইলে জটাভারকোন তীর্থে আসি৷ করেছেন কোন তীর্থদরশন। বল শুনি মোরা সভাজন অঙ্গ জনারায় বলে হরাব বৃন্দাবন কাশী ভ্ৰমিয়া মুড়াই জটা প্রয়াগেন্তে আসি ৷ এইৰূপে কথা হয় সভার ভিতরে । আনন্দে শুপতি উঠে গেলেন অন্দরে। শয়ন মন্দিরে যান সহাস্য বদ