পাতা:জীবন তারা.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ জীবন তারা । ন্দে ঘুটিতে সিদ্ধি সন্ন্যাসিনী লয়ে ॥যে করে ধরিতে দণ্ড ওহে দণ্ডধর। সে করে স্কি আর শোভা কবে পয়োধর। হাসিয়া জীব ন বলে ও বিধ বদনী। সন্যাসীকি প্রেম কথা জানেন লো ধনী "ম বল প্রেম আমি বলি আশনাই। আশানাই করেছি এত আশনাইয়ে আশনাই ॥কহিলে যে সব কথা কি দিব উত্তর । উদ্ভব করিতেধনিবাড়িবে বিস্তর ॥ পীনোন্নত পয়োধর দণ্ড ধরা করে। দিয়ে দেখ ধান শোভা করে কিনা কবে । আইলাম ত্যজে ধনি ভস্ম জটাভার তোমার দিদির আশপুরাব এবার নিশি দিন তার জন্যে জলেঅ খি ভাসে। বাধা আছি তোমার দিদির প্রেম পাশে ॥চন্দ্র বলে দিদির যৌবন হৈল ভারি। এখ মন হবেকেন তার আজ্ঞ কারী। সে কমল মধু ভর হইল হে যেই মধু লোভামধ, লোভে আসিয়াছতেই। কুড়ি দেখে গিয়াছিলে উড়িয়ে যখন নারী বলে মনে নাহি করতে তখন যৌবনে মদন জুরে দিদি জর২ । বিশেষে বসন্তু কালে কাপে থর২ । গন্ধ লয়্যে বহে মন্দু মলয় পবন । সঘনে দিদির মনঃ হয় উচাটন ॥তোমা বিনে দিদির কি আছে হে ভরসা 1নয়ন জলে তে কবে বসন্তে ববষ । কিকৰ অধিক দুঃখ ওহে রসময় । বসন ত থাকেন অঙ্গে বসন্ত সময় ৷ রাষ বলে কি বলিলে শুনে দহে মনঃ । আর না ছাড়িব সঙ্গ নাহলে মরণ । এত বলি ভোজন করিয়ে যুবরায় ॥কনকপালঙ্গোপরেসুখে নিদ্রা যায়।নিদ্রায় দিবস গত রজনী আইল । জীবন তারার খেলারসিক রচিল ।