পাতা:জীবন তারা.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ জীবন তারা। কে দেখিবে কে আসি ধরিবে । বিপদে বিশ্বাস করে কচু নাহি হয়। সময়ের বন্ধু হয় শক অসময়। অতএব প্রিয়সলে শীঘ্ৰগতি চল ।রাণী বলে মহারাজ কোথা যাবে বল । রাজ। বলবিষ্ণুমুখিলয়ে পুত্ৰগণে তুমি যাওপিয়ালয় আমি যাই বনে। রাণী বলে এই যদি ভাবিয়াছ সার। যে বৃনে যাইব আমি সেবনে তোমার ॥ বল নাথ সতী কোথা ছাড়ে পাত সঙ্গ। রামায়ণে শুনি রাম সীতাব প্রসঙ্গ ৷ ঐরামের সঙ্ক বনে গেলেন জানকী iনল দময়ন্তি কথা, আপনি জানকি। রাজা বলে একান্ত হয়েছে যদি মন! তবে চল প্রিয়াম লোপ্রবেশি কানন। বিলম্ব উচিত নহে রজনী প্রভাতে। পূৰ্ব্বদিগ আলে। ময় ভাষ্কর প্রভাতে ॥পতির বচনে তবে উঠে তারামণি। অব নি নাথের সঙ্গে চলিল অমনি ॥দুই দিনে বনে গিয়ে প্রবেশ কপিল । বন দেখে কান্দে রাণী রসিক রচিল । অথ রাণীর বনে রেদিন । রাগিণী বেহাগ । তাল ঠেক৷ এসে মনঃ হরি বলে আনন্দেতে কাল হরি। হরি নামহদেখুয়ে রাখার জ্ঞান প্রহরী মিশাৰি যদি হবিতে, ভাস ভক্তি লহুরীতে, শমনে নারে হরি তে,স্বমনে বলিলে হরি। ত্রিপদী । রাণী বলে হায়২, কোলে কবি আয়২,প্যারীলাল ওরে বাছাধন। রাজ্য হৈল হরি হরি, বাছা মোর মরি২,তোদে