టి জীবন তারা । সকল অপ্রশংসার রয়েছবে কি উৎসবে, তুমি যাৰে জানে সৰে,ন ভাবিলেসে কেশ বে, কে সবে অস্তিম ভার ॥ ধ্রু॥ লঘু ত্রিপদী। রাণী নানা ছান্দে, বিনাইয়া কান্দে, হৃদে জ্বলে শোকাগুণ। বিপদ বিপদে, ঘটে পদে২,পরে যে হইল শুন৷ বিজয় কান্দিয়, কহে বিনাইয়া,জনন মরি ক্ষুধায়। তা শুনিয়ে প্যারী,চক্ষে বহে বারী,ফল অন্বেষণে যায় ॥মহিষী অ মন, বলে যাদুমণি, কোথায় যাইবি ৰল। সুধাইলে রাণী, প্যারী কহে বাণী, যাইব আনিতে ফল। গত দুই দিন, তনু হুৈল ক্ষীণ,আহার বিহনে আহ । যে কষ্ট কাননে, সব রৈল মনে, বিধি কি না জানে ইহা । রাণী বলে বাপুঃকেন গণ হাপু, আমি না দিব যাইতে আনিতে সে ফল, পায়েছি যে ফণ,বাকি কি ফল পাইতে ৷ যদি বাছা যাও,মোর মাথা খাও, ও কথা না বল ফিলে। ওরে বাপধন,শুনে ও বচন, বজাঘাৎ গড়ে শিরে। প্যাবী কছুেমায়, নঘটিবে দায়, জননী না কর ভয়। এখন যাইব, অমনি আসিব, ক্ষুধিত বড় বিজয়। রাণী বলেগুন,যদি যাবে পুন্য,বুলিয়াচলিবেঠাঞি। শাস্ত্রের বচন, শুনেছি এমন,সাবধানে নাশ নাই। মাতৃ অনুমতি, পায়ে প্যার মতে,দুই সহোদরে চলে।কিছুদূর হাট, দেখ কি ল লাটে, ফলের কারণে ফলে ৷ ঘাইতে অমনি,অজগর ফণী,দং শিল প্যালীর পায়। ন দেখে উপায়, কিসে রক্ষা পায়, বিষে কাপাব। কাপে থরং, বলে ধর ধর,মতিলে কি হৈল
পাতা:জীবন তারা.djvu/৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।