জীবন তারা। 切) গতি। মায়ের বারণ, না শুনে তখন, এখন,যাতনা অতি ॥ বলিনেবলিন্তে,চলিতে চলিতে,ঢলিয়ে পড়ে ভূতলে ধরায় শয়ন, ধরায় তখন,কাল নিদ্রা কৃষ্ণ বলে। বনে প্যারী মরে, মতি উচ্চৈঃস্বরে, কান্দিন্তেং যায়। ভ্ৰাতৃ শোকে জ্বলে, অখি ভাসে জলে, সকল কহিল মায়। সে কথা শুনিয়া, আকাশ ভা ঙ্গিয়া,পড়িল যেন মাথায়।মহিষী অমনি,লোটায় অবনি, কা ন্দিয়া ক্ষিতি ভাসায় ৷ বলে ওরে মতি, কেনরে এমতি, সমাচার দিলি মোরে। তখনি সন্দেহ, লোমাঞ্চিত দেহ,হইয়াছে দেখে তোবে।ধিক মোৰে ধিক, ওরে প্রাণাধিক, কোথায় প্রাণের প্যাধী। অভাগীর পাপে, তাকে দংশে সাপে, এছুঃখ সহিতে নারি। এতেক বলিয়া, কান্দিয়া কান্দিয়া; দেখিতে চলিল ত্ববা । দেখে মৃত কায়,পত্ত্বে মৃত্তিকায়,আছাড়িয়া পড়ে ধরা। প্যারীর কারণে,প্রবেশি জীবনে, জীবন ত্যজিল মতি। রাণী অনিবার, করে হাহাকার, কি কব যাতনা অতি। সব শব লয়ে, একত্র করিয়ে,শোকেতেকান্দিল কত রসিক রচিল,লি থিতে নীরিল, রাণীর রোদন যত। অথ হীরে ব্যাধের কামিনী দর্শন। রাগিণী দেশ মোল্লার তাল জৎ। শুনছে নৃপমণি, রমণী, কে ধনি, সে ধনী, ৰূপে কানন আলো করেছে। কত শোভা পায, পদ্ম লজ্জা পায়, দেখে নিৰুপায় তায়,অভিমানে জলে ll X> ]]
পাতা:জীবন তারা.djvu/৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।