wく জীবন তার। জলজ ডুবেছে। কাননে রয়েছে বমি,নখে ধরে দশশশী,তায় ঘোড়শী,কার প্রিয়সি,ৰূপসী,হৰে উৰ্ব্বশী, কি রাজমহিষী;হয়ে তায় উদাসী,তাজে কfস,নয়ন জলে ভাসিছে ॥ ধ্রু । পয়ার। এইৰূপে রাজরাণী করেন রোদন। পরে যে হইল তাহারুরহশ্রবণ বনের উত্তরে আছে চন্দ্রনামে পুর। প্রেমা দিত্য মহারাজা তাহার ঠাকুর। করে ছিল দারুণ প্রতিজ্ঞ শুন বলি। এক শত রাজপুত্র দিবে নৱবলি। সকল হয়্যেছে বাকি একমাত্র শেষে সন্ধান করিতেচর ফিরে দেশেই । সেই দেশে এক ব্যাধহীবে তার নাম । পক্ষ মারিবারে বনে ভ্রমে অবিশ্রাম। সেইবনে প্রবেশিয়ে করে নিরীক্ষণ । মহিষীর রূপ হেরে ভাবিছে তখন ॥কে রমণী কি জন্য আইল একাননে। এৰূপ বৰ্ণিতে কেবা গালে একাননে৷ কগেবন" আলো করে বসেছে সুদরী। কি ললিতচন্দ্র দৰ্প দলন্ত মধুরী। নাজান বরণী কার এতরুণী কন্য। চম্পক বরণী রূপে ধরণীতে ধন্য৷ অভিমানীরাজরাণী বুঝিনু আভাযে কি রাগের ভরে কেব। দিল বনবাসোধার ধনি ধনিত ধনীর মনোলোভা নিৰ্দ্ধনীয় ঘরে কি এধনিপায় শোভা। সুন্দরীর কোলে শিশু পরম সুদ র। অন্তরে দেখিয়ে মোর প্রফুল্প অন্তর নিকট যাইতে ভয় কি জানি কি ঘটে । একথা উচিত বলরাজার নিকটে ৷ এত ভাবি ধরায় ধরায় দ্রুতগতি। উপনীত হয়ে বলে যথায় ভূপতি। অবধান মহাবাজ কহিব স্বৰূপ। আজি বনে দেখলাম কি আ
পাতা:জীবন তারা.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।