铲y জীবন ভাল । কন্যা আছে এই ধারা। হেলে কাল নাগিনী গোধুরী নয় তারা তাদের নাহিক ল্যাজ ফণানাহি ধরে ॥দেৰ কন্যা তুল্য তারা ব্যক্ত চরাচরে। দেব কন্যানাগ কন্যা এত কছু নয়। শুন সবে বলি যাহা মোর মনে লয়৷রাম বুঝি পুনঃ বনে দিল জানকী রে। বরং সে উহারে জিজ্ঞাসিয়ে জানাকরে। আর জন বলে ভালপড়ি জ্বালায়। এ যে ধান ভণিতে শিবের গীত গায় ॥ কোথাত্রেতাযুগে বিষ্ণুরাম অবতার সেই যুগে লীলা খেলা ফরায়েছে তার দ্বাপরেতে কৃষ্ণ হয়ে রস বৃন্দাবনে। করিলেন কত খেলালয়ো গোপীগণে একগেতে কলিকাল জানত সক ল। কোথা রামসীতে কোথ। রাম লীলে বল ॥ৰলি তাই শুন ভাই মোর মনে লয়। এনারী মানব কন্যা একথা নিশ্চয় ॥কেবা কোন রাগ ভরে তাজে গেল বনে। মনের দুঃখেতে জল বহিছে - 人 নয়নে৷ জয় কালী বলে ভাই এইকথা ঠিক । দেহে আছে ছায়া আর নয়নে নিমিক ॥বুঝিন্ন মানব কন্যা আর ভয় নাই । কি হেতুকাদিছে চল উহারে সুধাই ॥জয় হরি ছোট ভাই কহিছে তখন যে হুকু শুনহ দাদা আমার বচন ॥বড় বধূ করে ঘরে রা খিৰ উহারে । ৰূপে হবে ঘর আলে। না দেখাব কারে ৷ ছোট বধু যদি তাহে ক্ষতি নাই।যেছকুসে হফুহবেচললয়ে যাই জয়কালী বলে ভাই লয়ে যাবঘরে। কোথায় বসাবৰল কুড়ের ভিতরে। আমসমাদের ঘরে এমনসুদরী যেন কালকেতুর কৃড়েতে মাহেশ্বরী ॥মেজ ভাই বলে দাদা কেন ভাব দায়ামেজ বধ হয়ে গিয়া বসিবেমেঝায়। সেজ বলে সেজ বধু বড় কন্দ্ব
পাতা:জীবন তারা.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।