পাতা:জীবন তারা.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

影b" জীবন তারাঁ। পয়ার। কোটালের দফদেখে ভয়ে কাপে রাণী । বলে বাপুকে তোরারে কিছুই না জানি। কেনরে আইল করে রাম রাম ধনি। সত্য বল ভয়ে মরি আমি যে রমণী কোটাল কহি ড়ে আগে দেহপরিচয় । কাহার কামিনী তুমি কোথায় আলয়৷ ক্যর কন্যাকি জন্যে অবণ্যে একামিনী। শ্মশানে বসিয়ে কেন বল সুরূপিণী ॥শিশুকোলে করে আছ শ্বশানেতে বসি। কেন অণখি জলে বন ভাসাও রূপসী । কেন২ তোমার এ পাগলিনী বেশ এলায়ে ধরণী তলে পড়িয়াছে কেশ৷ এমন সোণার অঙ্গে মাখিয়াছ ধলা তথাপি জগতে নাই এৰূপের ভুল ॥ পাছে লোকমুখের তুলনা দেয় শশী। পদ নখ দশচন্দ্র ধরেছ ৰূপদী গন্ধ মুখী বলেপাছে ঘৃণা করিমনে ধরিয়াছ পাদপদ্ধ জল পদ্ম জিন। চম্পক বরণী মোর। কি প্রকারে বলি চরণে চম্পক কলী পদাদুী গুলি। যেবিধি মাণিক দুিল সালের মাথায় । সেই বিধি বনে বুঝি পাঠালে তোমায় ॥দেখিয়া তোমার রূপ ভুলিয়াছে মন।কেব! তুমিমতা বলশুনি বিবরণ। রাণী বলে শুন বাপু আমি অভাগিনী। করিয়াছে বিধাত পথের কাঙ্গালিনী অন্ন বিনে এইদেখ অস্থি চৰ্ম্ম সার। আপনার বলে হেন মাহি আপনার ॥মনঃ দুঃখে স্বামী সহ লয়ে পুত্র গণে নগরে না পায়্যেস্থল আইনু কাননে। এত নহে শ্মশান বলতে কাব্দে প্রাণ ৷ হইয়াছে অভাগীর কপাল শ্মশান ॥অন্ন বিনে অই দেখ স্বামী মবিয়াছে। এই দেখ দুই মৃত্যু পুত্র পড়ে কাছে। এখন যেমাবলিতে আছে এই ধন । কোলেন্তে বসিয়৷ মোর কনিষ্ঠ