পাতা:জীবন যামিনী.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* জীবন যামিনী ! মরি মরি কিবা করি বিনে আলাপন । স্বপনে নিধন বুঝি হইল জীবন ৷ বিনে প্রাণ মম প্রাণ মিছে রাখি জীয়ে 1 ? মনাগুণে নিরবধি দহিতেছে হিয়ে । হায় প্রিয়ে কোথা প্রিয়ে ডাকিছে জীবন । মুনয়নে অনিবাৰু বহিছে জীবন ৷ অণপনার অঙ্গে নিন্দ করিছে জমার । ওরে অঙ্গ কেন সঙ্গ করিলি তাহার। ওরে তাখি ধিক তোরে ছিলিতে প্রহর । নারী বেশে চোর এসে মন নিল হরি । ওরে ভুজ কেন তারে করিলি ধারণ । ওরে মন কেন তোর হেন হল মন ৷ তার লাগি হৃদয়েতে যে যাতনা পাই । সমচিত ফল দিই পেলে ছাড়ি নাই । বিধি যদি পাখা দেন উড়ে যাই সেথ । প্রেম ডোরে ধোঁধে চোরে ধরে অণনি হেথা ৷ হৃদি কারাগারে বদ্ধ করিয়ে সে ধন । ফণী হয়ে লই তার দংশিয়ে বদন । ভুজ পাশে মনোলাসে করিয়ে বন্ধন । নিতম্বের দশপে করি উত্তম শাসন ৷ বাক্যবাণে দিবা নিশি করিয়ে পাহার । দিবাত্মৰে নিশিযোগে করণই আঁহর । আর অক্ষরু যাহা আছে মনে অতিশয় । প্রকাশ করিব তাহা পেলে স্বসময় ৷ এসব সম্পদে,মোর কিবা প্রয়োজন । সকুল সন্মুখাকার বিনে সে রতন ॥