डीन्चन् Ş রাত্ৰিতে আমার ভাল নিদ্রা হয় না। আমার মত অবস্থা অপরের হইলে স্ট্রনিদ্রার জন্য হয়ত তিনি কবিরাজী তৈল বা অপর কোন ভাল ঔষধ ব্যবহার করিতেন । আমি কিন্তু ইহাতে পরম আনন্দিত । ভগবান আমাদিগকে কাজ করিবার জন্য শুষ্টি করিয়াছেন, ভাগ্যক্রমে নিদ্রা না হইলে সেই কাজ করিবার অনেক সময় পাইতে পারি। আমি এক্ষণে জীবনের সন্ধায় উপস্থিত, শীঘ্রই আমাকে এইবার এ সংসার ত্যাগ করিতে হবে। আমি অতিশয় দুঃখিত যে মানুষ হইয়া কোন বিশেষ ভাল কাজ করিয়া যাক্টতে পারিলাম না । সৰ্ব্বদ ইহাই ভাবি.--এই চিন্তাতেই আমার রাত্রিতে ভাল ঘুম হয় না । আজকাল কয়েক বৎসর আমি যে ভাবে জীবন যাপন করিতেছি, সে ভাবে থাকিলে দীর্ঘজীবন অসম্ভব নহে। মানুষ যদি আহার বিহারাদিতে সংযত হইয়া এক নিয়মে স্বধৰ্ম্মপথে থাকিতে পারে, তাহা হইলে তাহার ভীষ্মের ন্যায় ইচ্ছামৃত্যু হইতে পারে। রাত্রি ১০ দশটা হইতে প্রায় তিন
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।