[ ७ ] মহাকবিদের নাম ও বরং ক্রমে লোপ পাইতে পারে, কিন্তু নবতত্ত্বাবিষ্কারক বৈজ্ঞানিক নিউটন প্রভৃতির নাম একেবারে লুপ্ত হইবে না আমার বিশ্বাস । তাই এরূপ কাজ আমাকে করিতে হইবে যাহাতে আমার নাম কিছুদিন থাকিতে পারে। কি কাজ করিলে হয় ? আবার কয়েকদিন কাতরভাবে মহাশক্তিকে স্মরণ করিতে করিতে একদিন কোন ও নুতন বিষয়ের গবেষণা করিতে উদ্বদ্ধ হইলাম। তখন মনে হইল যে আমি ত কখনই বিজ্ঞানের বিশেষ চর্চা করি নাই, তবে আমি কিরূপে কি বিষয়ের গবেষণা করিতে পারি ? মহাজ্ঞানী বৈজ্ঞানিকপ্রবর বঙ্গের স্থসন্তান শ্রীশক্ত স্যার জে, সি বস্ত ও “তমসাবহুরূপেণ বেষ্টিতাঃ কৰ্ম্মহেতুনা আন্তঃসজ্ঞা ভবস্তোতে সুখ-দুঃখসমন্বিতাঃ * ( ১ম অধ্যায় ) মন্তর এই মৌলিকভাব অবলম্বনে পাশ্চাতা-বিদ্যায় নৃতন গবেষণা করিয়া স্বনামধন্য হইয়াছেন। যাহা হউক আমিত আবালা পাশ্চাত্য বিজ্ঞান বিষয়ে আকাটগণ্ড, আমার এক্ষণে উপায় কি ? আবার কাতরভাবে সাশ্রনয়নে ৬জগন্মাতাকে ডাকিতে লাগিলাম, হঠাৎ জীবন’বিষয়ে চিন্তা করিতে উদ্বদ্ধ হইলাম। তখন মনে হইল গণ্ডের গবেষণা লোকে হয়ত আদর করিতেও পারেন । তাই আমি সেই রাত্রি হইতে ঘোর নিশীথে আন্তরিকতার সহিত র্তাহার ধ্যান করিয়া ভাবিতে লাগিলাম। যেদিন যাহা তিনি মনে উদ্বোধন করিতেন আমি তাহাই লিখিয়া রাখিতাম। আজ সেই লেখাগুলি একত্র করিয়া আমার সম্মান ও স্নেহভাজন বিদ্বান বন্ধুদিগের নিকটে উপস্থাপিত করিতেছি, আশা করি,
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।