র্তাহারা সকলেই নিজগুণে কৃপা-প্রদর্শনে এ গণ্ডের দোষ মার্জন করিবেন। ২ জীবন কি ? ইহ। এপর্যান্ত সম্পূর্ণরূপে স্থিরীকৃত হয় নাই। বেদ, উপনিষদ, পুরাণ, দর্শন, কোরাণ, বাইবেল প্রভৃতি অনেক ধৰ্ম্মপুস্তকে অনেকেই অনেক কথা বলিয়াছেন, কেহই অদ্যাবধি ইহার সূক্ষ্মতত্ত্ব স্থির করিতে পারেন নাই । আমি এ বিষয়ে উদ্বুদ্ধ হইলাম,—যেটা সর্বময় সকলশক্তির সার, বহ্নি, বিদ্যুৎ, জল, গতি, তরঙ্গ প্রভৃতি সকল পদার্থের একমাত্র কারণ, পরিদৃশ্যমান ব্যোমব্যাপী সর্ববস্তুপ্রকাশক সাঙ্গ সৌরতেজষ্ট এই সৌরজগতে ব্যষ্টিভাবে জীবাত্মা বা জীবন এবং সমষ্টিভাবে পরমাত্মার স্বরূপ। এই পৃথিবীতে সকল জীবষ্ট ক্ষিতি, অপ, তেজঃ, মরুৎ, বোম এই পঞ্চ মহাভূতের সূক্ষ্ম উপাদানময় বা তন্মাত্রময়। এই দেহ পঞ্চভূতের বিকার এবং তেজট পঞ্চভূতের মধ্যে অন্যতম পদার্থ। সেই ব্যোমব্যাপী বহ্নি, বিদ্যুৎ গতি, তরঙ্গ সকল শক্তির একমাত্র কারণ, সৌরতেজই জীবন। অনেকেই বলেন যে জীব মরিলে ব্যষ্টি পঞ্চভূতময় দেহ পঞ্চমহাভূতে লীন হয়। পৃথিবী হইতে বহু লক্ষ যোজন দূরে অনন্তব্যোমে সূৰ্য্য বিরাজমান, তথাপি তাহার তেজে জীবগণ জীবনধারণ করিতেছে। এই পঞ্চভূত পরস্পর পরস্পরকে সর্বদা সাহায্য করে। জীবদেহের মধ্যে বা বাহিরে যেখানেই
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।