[ २७ ] তিনি ইহা ভাল বুঝিতে পারিবেন। রাজসাহী কলেজে থাকিবার সময়ে আমি ফনোগ্রাফে বৈদিক মন্ত্রের ফটো তোলাইয়াছিলাম। প্রায় সকল অত্যস্তৃত কাৰ্য্য বিদ্যুৎবায়ুযুক্ত আকাশ বা বোমও সৌরতেজের তরঙ্গে সম্পাদিত হইতেছে। কখন বিদ্যুৎ বেশী কাজ করে, কখন বা বায়ু কখন বা সৌরতেজের তরঙ্গ কখন বা আকাশ, কখন বা এই সকল পদার্থ মিলিত হইয়া সমানভাবে কাজ করিয়া এ সংসারে আমাদের উপকার করে। সবাকচিত্র অনেকেই দেখিয়া থাকিবেন, উহা প্রায়ই ব্যোম ও বিদ্যুতের কার্য্য জানিবেন। যখন যেরূপ ভাবে লোকের সচল বা আচল সবাক বা নির্বাক্ চিত্র তোলা হইয়াছে, দেখাইবার সময়ে বিদ্যুৎশক্তির বলে চিত্রগুলি বড় আকার ধরিয়া ঠিক যেন পূৰ্ববং বাক্যাদি বলে, গান করে, বাজনা বাজায়, বন্দুক ছোড়ে, ও যুদ্ধ করিয়া থাকে। বিদ্যুৎই যেন চিত্রিত পটগুলিকে স্বীয় শক্তি দ্বারা সজীব মানুষের মত কাৰ্য্য করাষ্টয়া থাকে। আবার বোমের ( বিদ্যুৎবায়ুযুক্ত আকাশ) কি অদ্ভুত শক্তি ! গৃহের দেওয়ালের অন্তরালে একটি লোক আছে, অথচ ফটোগ্রতীতী ব্যক্তি ঘরে বসিয়া তাহার ফটো তোলেন । এই বোমশক্তি দ্বারা কাশীস্থ লোকের ফটোও কলিকাতায় তোলা যায়। কারণ বোম কাশী ও কলিকাতায় সৰ্ব্বত্র সমানভাবে বিদ্যমান। ইহা ব্যোমের শক্তিতেই হয় জানিবে। আমেরিকাস্থিত লোকের সহিত তারশুন্য যন্ত্রে অল্পসময়ের মধ্যে সংবাদের আদান প্রদান হয়। রেডিওতে দূরস্থানের গান, অভিনয় ও বক্ততা ঘরে
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।