! 8 × J = ও প্রোটীন সম্বন্ধে বৈজ্ঞানিক তথ্যাদি আরও অধিকপরিমাণে পরিজ্ঞাত না হওয়া পৰ্য্যন্ত জীবন যে একটি অপার্থিব পদার্থ বৈজ্ঞানিকের ইহা সম্পূর্ণরূপে স্বীকার করিবেন না। শ্ৰীযুক্ত এইচ, ই রিচ টার (H. E. Richter) এর মতে সূৰ্য্য ও অন্যান্য গ্রহনক্ষত্রাদির তেজ: তইন্তে বিশ্লিষ্ট উল্কাপিণ্ডের সহিত এই পৃথিবীতে জীবনের তালিভাল হইয়াছে । ১৯ শতাব্দীর শেষে লড কেনভিন ( তৎকালে সার ডব্লিউ থমসন , এবং এইচ ডন হেলমহোলট্জ ধূমকেতুর পুচ্ছভাগে এরূপ উল্ক আছে, শ্রীযুক্ত রিচ টার সাহেবের এই মত পোষণ করেন। শ্ৰীযুক্ত ডব্লিউ :প্রয়ারের মতে প্রথমে জীবনযুক্তপদার্থসমূহের আবির্ভাব হয় এবং পরে প্রাণষ্টান পদার্থের উৎপত্তি হইয়াে বিজ্ঞানমতে দেহের সঠিত জীবনের ঘনিষ্টসম্বন্ধ আছে। শ্রাযুক্ত হালদা স্পেনসারের মতে আভ্যন্তরীণ গুণের সহিত বাহুগুণের সমতা রক্ষার যে অবিশ্রাম চেষ্টা তাঙ্গাই জীবন। অতি যৎসামান্য মৌলিক পদার্থ ষ্ট জীবীজের উপাদানগুলির বিচিত্রসংমিশ্রণটি কেবল জীবন্ত দেহেই দেখিতে পাওয়া যায়। সকল জীব বীজেক্ট প্রোটন আছে । সুতরাং জীবন সম্বন্ধে আমাদের প্রথমজ্ঞান এই যে ইত সামান্য মৌলিক পদার্থসমুহেরই স যোগ ফল। এই সংযোগের ফলেষ্ট অতি জটিল বা তুবোধ প্রোটন হইতে লবণজাতীয় সামান্তপদার্থসকলের উৎপত্তি হইয়াছে । ঘেরূপ জলের গুণ বিশ্লিষ্ট হাইড্রোজেন ও অকৃসিজেন বাপে পাওয়া যায় না, সেইরূপ অতিজটিল জীবনের গুণসমূহ ও মৌলিক উপাদান গুলিতে পাওয়া সায় না । து
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।