i 88 } Atomic Theory বা হ্যায়শাস্ত্রাঙ্গুমোদিত পরমাণুবাদ এক্ষণে সম্পূর্ণ সত্যরূপে প্রমাণিত হইতেছে। সকল পদার্থ পরমাণুসমষ্টিমাত্র। প্রত্যেক পদার্থের পরমাণুগুলি সোব তেজঃ ব। বৈদ্যুতিক শক্তির বলে পুথক করা যায়। বেতারবাৰ্ত্তাপ্রেরণ ও টেলিগ্রাফিতে আলোকশক্তির চলাচলের মত বৈদ্যুতিকশক্তির সাহায্যে ষ্ট্রথার বা ব্যোমের মধ্যে যেরূপ তরঙ্গ স্পষ্ট হয়, এবং রিসিভিং ষ্টেসনে যন্ত্রসাহায্যে ঐ তরঙ্গকে আবার ঘেরূপ বিদ্যুৎ শক্তিতে পরিণত করা যায়, সেইরূপ দৃশ্যমান সকল পদার্থের পরমাণু সৌরতেজ বা বিড়াতের সাহায্যে বিশ্লেখিত ও পুনরায় সংযোজিত করা যাক্টতে পারে । গতিশক্তিতরঙ্গ সকল তৈজস পদার্থেই আছে তাই জাম্মান দেশীয় আইনষ্টিন, সাহেব বিদ্যুতের সাহামো সোণার পরমাণু পিশ্লেধিত করিয়৷ গতিশক্তি আবিষ্কারপুর্বলক বহিঃজলোৎপন্নবাষ্পব্যতিরেকে ও ঘাচাতে সেই শক্তি দ্বারা ট্ৰেণ অল্প ব্যয়ে ও অতি দ্রুত চলিতে পারে তাহার চেষ্ট৷ করিয়াছেন। পরমাণুর সংযোগ ও বিয়োগ দ্বার স্বর্ণকে লোহ • লোহকে স্বণ করা যাইতে পারে, তাহার চেষ্টা ও হইতেছে। সকল বস্তুষ্ট যখন সূক্ষ্ম-অব্যক্ত পরমাণু সমষ্টিময় তখন সকল বস্তুষ্ট সকল বস্তু হটতে পারে। ভারতীয় দর্শনশাস্ত্রের সনৰ্বাত্যকবাদটী ইহা দ্বারা প্রমাণিত হইতেছে । }.. | ט\ প্রতীচা পণ্ডিতদিগের সূর্য্য সম্বন্ধে কয়েকটা কথা প্রদর্শন করিব। আমরা পুথিবীতে থাকিয়া সূৰ্য্যতেজ হইতে যতটুকু
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।