[ St J অংশ পাইতেছি, তাহ না পাইলে বাচিতে পারিতাম না । কারণ পুর্বেই বলিয়াছি যে আমাদের জীবনের ও জীবন ধারণোপযোগী সকল পদার্থের সূর্য্যই একমাত্র মূল কারণ। এই পুথিবীর উপরে এক সময়ে যদি সপল র্যাতেজ আসিয়া পড়িত, সাগর পৰ্ব্বতাদির সহিত এই পুথিবী এক মূন্তত্তেই শুষ্টির পুর্বের্বর মত গ্যাস বা বাপে পরিণত হঠত । এরূপ অনেক রাসায়নিক ( কেমিক্যাল ) বস্তু আছে একমাত্র সৌরতেজ বা বিদ্যুৎ ভিন্ন কোনরূপে তাহার বিশ্লেষণ করা যায় না। তাই এক্ষণে জাৰ্ম্মান দেশীয় আইনষ্টিন সাহেব সৌরতেজ বা বিদ্যুতের শক্তিতে সোণার পরমাণু বিশ্লেষণ করিতে চেষ্টা করিতেছেন ষ্টত। পূর্বেই উল্লিখিত হইয়াছে । বৈজ্ঞানিকবর শ্রীযুক্ত Gallelio গ্যালিলি ও সাহেব বলিয়াছেন যে লোহাদি ধাতুতে যে চুম্বকশক্তি আছে, তাহা ও দূরস্থ সেীরতেজদ্ধারা সম্পাদিত । পৃথিবী স্বৰ্য্য হইতে আবির্ভূত হওয়াতেই ইহার নিম্নভাগ (যেখানে শীতল বাতাস প্রবাচিত হক্টতে পারে না) এখন ও উত্তপ্ত ও তরল অবস্থায় আছে । উপরিভাগ শীতল বায়ুর সম্পর্শে ক্রমে শীতল ও কঠিন হইয়াছে । পুথিবী সূর্য্যসস্তুতবলিয়৷ সৰ্মো বা সৌর গ্রতমধ্যে যে সকল ধাতু ও প্রস্তরাদি আছে পুথিবীর মধ্যেও সেই সকল আছে । নিম্নস্তিত তরল উষ্ণ পদার্থ সোরতেজের শক্তিতে অতিশয় উষ্ণ হইলে বহির্গত হয়। যেরূপ জল বেশী উষ্ণ হইলে ফুটিয়া পাত্র হইতে বাহিরে পড়ে, উষ্ণ ছধ ফুটিয়া কড়া হইতে পড়ে, সেইরূপ আভ্যন্তরস্থ তাপ অতিশয় বৃদ্ধি প্রাপ্ত হইলে পৃথিবীর নিম্নস্থ উষ্ণপদার্থসকল বেগে
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।