| &రి ইন্দ্রস্তুং প্রাণঃ তেজসারুদ্রোহসি পরিরক্ষিতা । ত্বমন্তরিক্ষে চরসি সূৰ্য্যস্তৃং জ্যোতিষাম্পতিঃ ॥ ২৫ । হে প্রাণ ! তুমি ইন্দ্র, পরমব্রহ্ম, পরমেশ্বর এবং তুমিষ্ট স্বীয় শক্তিতে সৰ্ব্বসংহারক রুদ্র, এবং স্থিতিকালে তুমি আবার শান্তরূপে সৰ্ব্বতোভাবে জগতের পরিপালক (রক্ষিতা )। তুমি স্বৰ্য্যরূপে অন্তরীক্ষে উদয় ও অস্ত দ্বারা সৰ্ব্বদ বিচরণ কর এবং তুমিই সমস্ত জ্যোতিরও পতি । ২৫ । যা তে তনুবাচি প্রতিষ্ঠিতা, যা শ্রোত্রে যা চ চক্ষুনি । য| চ মনসি সন্তত, শিবাং তাং করু, মোৎক্রমীঃ । ২৮ । প্রাণস্যেদং বশে সৰ্ব্বং ত্রিদিবে যৎ প্রতিষ্ঠিতম্। মাতেব পুল্লান রক্ষস্ব শ্ৰীশ্চ প্রজ্ঞাঞ্চ বিধেহি নঃ। ১৯। হে প্রাণ ! তোমার যে শরীর বাক্যে প্রতিষ্ঠিত, অর্থাৎ বাগিন্দ্ৰিয়ের কার্য্য করে শ্রবণেন্দ্রিয় ও চক্ষুরিদিয়ে প্রতিষ্ঠিত আর যে তনু মনের মধ্যে সৰ্ব্বদা থাকিয়া সঙ্কল্পাদি করিতেছে তাহাকে অর্থাৎ তোমারই সেই শরীরকে শান্ত কর, উৎক্রমণ করি ও না। অর্থাং দেহত্যাগ করিয়া যাই ও না । তাধিক কি, ইহলোকে যাহা কিছু উপভোগ্য বস্তু, স্বর্গেও যাহা দেবভোগ্য প্রাণই তাহার ঈশ্বর বা রক্ষক । সুতরাং এ সকলই প্রাণের অধীন। অতএব মাতার ন্যায় তুমি, আমাদিগকে পুত্রের ন্যায় পালন কর। এবং আমাদিগের সম্পং ও সুবুদ্ধি বিধান কর। ইহাদ্বারা প্রতিপন্ন হইল যে বাক্য প্রভৃতি প্রাণাদিকর্তৃক সংস্থত সেই ব্ৰহ্মরূপ সৌরতেজে
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।