[ ৬১ ] করিয়া লউন । এই নশ্বর জগতে যেন আর না আসিতে হয়। ইহা অপেক্ষা জীবনের সন্ধ্যাকালে উৎকৃষ্ট প্রার্থনা আর কি হক্টতে পারে ? ৫ যাজ্ঞবল্ক্য ! কিং জ্যোতিরয়ং পুরুষ ইতি, আদিত্যজ্যোতিঃ সম্রাড়িতি হোবাচ, আদিতোনৈব জ্যোতিঘাস্তে পলায়তে, কৰ্ম্ম কুরুতে বিপলোতীতোবমেবৈতদ যাজ্ঞবল্ক । ১৫৫ ৷ বৃহদারণ্যক ৪থ অধ্যায়। জনক যাজ্ঞবল্ক্যকে জিজ্ঞাসা করিলেন, হে যাজ্ঞবল্ক্য ! এই হস্তপদাদিযুক্ত ব্যবহারিক পুরুষ কোন জ্যোতির সাহায্যে ব্যবহার সম্পাদন করে ? যাজ্ঞবল্ক্য বলিলেন,—হে সম্রাট্ ! তাদিত্যরূপ জ্যোতির সাহায্যেই এই পুরুষ ব্যবহার সম্পাদন করে,—নানাস্থানে গমন করে তথা হইতে আগমন করে এবং আবশ্যক কৰ্ম্ম নিম্পাদন করে। জনক বলিলেন ষ্টতা সত্য। সূৰ্য্যঅস্তমিত হইলে পুরুষ চন্দ্র জ্যোতির সাহায্যে সকল কাজ করে চন্দ্র অস্তমিত হইলে অগ্নি জ্যোতির সাহায্যে পুরুষ কাজ করে এবং এই তিন জ্যোতির অভাব হইলে বাক্যরূপ জ্যোতি দ্বারা পুরুষ সকল কাজ করে । বাক্যের নিবৃত্তি হইলে অথাৎ সকল বাহ জ্যোতি প্রশমিত হইলে আত্মাই পুরুষের জ্যোতিঃস্বরূপ হইয়া থাকেন । পুরুষ র্তাহার সাহায্যেই কাজ করেন । বস্তুতঃ মানুষ আদিত্য-জ্যোতির সাহায্যেই সকল কাজ করেন জনক ও যাজ্ঞবল্ক্যের প্রশ্নোত্তরে ইহা প্রতিপাদন করিবার জন্য প্রথমেই আদিত্য জ্যোতির কথা উক্ত হইয়াছে। প্রায় সকল উপনিষদেই আত্মার প্রাধান্ত প্রকাশিত
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।