4° করিয়াছিলেন, এইটুকু অতিরিক্ত আছে মাত্র, পরমেশ্বর সকল ধৰ্ম্মেই এক। তবে ভিন্ন ভিন্ন ধৰ্ম্মপ্রচারক ভক্তদিগের ভক্তি বা বিশ্বাস অনুসারে স্থান, কাল ও পাত্র বিবেচনাপূর্বক ঈশ্বরের নাম আচার ব্যবহারাদি এবং ধৰ্ম্মোপদেশ বিভিন্ন হইয়াছে মাত্র । ঈশ্বরে ভক্ত বা বিশ্বাসী হিন্দু, ও মুসলমান ও পৃষ্ঠানদিগের ভিন্ন ভিন্ন ধৰ্ম্মগ্রন্থে সাধারণ সত্য-ধৰ্ম্মের উপদেশ প্রায় সমান । তাই বাইবেল ও কোরাণ হইতেও কয়েকটা উপদেশ হিন্দুপাঠকদিগকে প্রদান করিতেছি। মহাত্মা যীশুখ্ৰীষ্ট তাতার ভক্তদিগকে বলিয়াছিলেন,— ১ । ভগবানের নাম বুথা করিবে না। ১ । বিশ্রামদিন পবিত্র ভাবে থাপন করিবে । ৩। প্রতি সপ্তাহে ছয় দিন পরিশ্রম পূর্বক ঐ সময়ের মধ্যে সাংসারিক কাৰ্য্য করিবে । ৪ । সপ্তম দিন বিশ্রাম দিন। ভগবান স্বৰ্গ, মৰ্ত্তাপাতাল ও তৎসহ যাবতীয় সৃষ্টিকার্য্য ছয় দিনে সম্পন্ন করিয়া সপ্তম দিনে রবিবারে বিশ্রাম করিয়াছিলেন। তিনিও যেমন এই দিন পবিত্র রাখিয়াছিলেন তোমরাও তাহাক্ট করিবে । ৫ । পিতামাতাকে ভক্তি করিবে । ৬। হত্যা করিবে না । ৭। সুচরিত্র থাকিবে, ব্যভিচার করিবে না। ৮। চুরি করিবে না। ৯ । কাহার বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিবে না । ১০ । অপরের ঘরবাড়ী স্ত্রী বা অন্যান্য সম্পত্তির উপরে লোভ করিবে না। বাইবেলে এইরূপ ভাল উপদেশ অনেক আছে। তবে তাহার কয়েকটী সার *T*. Afā (ation footto Old testament, chap 20 verses 7–17.
পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।