পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামাণবঃ। నీ লেন হে গোবিন্দাচাৰ্য্য চিরঞ্জীবের ব্যবহার কিক্ষপ তাহ। বিস্তারিত করিয়া বল, পরে গোবিন্দাচাৰ্য্য চিরঞ্জীবের আশ্চর্ঘ্য ব্যবহার সকল মহারা সমীপে নিবেদন করিলেন এবং তাবস্তুস্তান্ত প্রকাশ হইলে রাজার আদেশ ক্রমে তাহাকে আনয়নাৰ্থ বাজদূতের তৎক্ষণাৎ তাহার বাটীতে যাইয়া দেখি ল তৎকালীন ঐ তন্তবায় বহির্বাটী তে বসিয়া স্বীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ বিষয়ক চিন্তা করিতেছিল, অনন্তর রাজদূতের তাহাকে কহিল, তন্ত্রবায় হস্তিনাধিপতি অামারপি গ’ক প্রেরণ করিয়াছেন অদ্য রাজসমীপে মো: যাইতে হুইবে, এই কথা শুনিয়া কৃপণাগ্রগণ্য তত্ত্ববায় আত্যন্তিক fিন্তত হইল এবধ বিবেচনা করিল আমি কোন অপরাধ করি নাই ভবে মহীপাল কেন আমাকে ডাকিয়াছেন, নৃপতির কর্ণদ্বারা দেখেন অতএব কাহার নিকট কি শুনিয়ছেন বলিতে পারি না আমি অর্থগ্রাহক ব্রাহ্মণদিগের পরিতোধ করি নাই বোধ হয় তাহাতেই কোন ব্রাহ্মণ রাজসমীপে ঠকাষ করিয়াছেন যাহা হউক রাজ্যেশ্বরের অা জ্ঞা উল্লঙ্গন করিমে সৰ্ব্বনাশ হইয়া উঠিবে অতএব রাজার নিকট অবশ্যই যাইতে হইবে, কিন্তু আমার অনাগমন কাল পর্যন্ত কাহাকে অর্থ প্রহরী নিযুক্ত রাখিব, পুত্ৰকলানি সকলেরি অর্থলোভ আছে আমার অসাক্ষাতে কে কি করিবে বলিতে পারি না, রাজার আজ্ঞাও লঙ্ঘন করা হই