পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৬ ৷ জানার্ণবঃ। জিজ্ঞাসা করিম ওয়ে পাপীয়সি শারিণী আমি তোকে যাহা বলিয়ছিলাম সেইৰূপ কি স্বামির আজ্ঞা প্রতি পালন করিয়াছিস্ আমার খন কোথায় রাশিপি ত্বরায় ৰল স্ত্রী উত্তর করিল সে আবার কি কহিতেছ স্তমি বসিয়া গিয়াছ ঘরের মধ্যে বালসপ ভাসিয়াছে তাহতে আমরা ভয়ে মরি ওদিগ ঘাড়াই নাই চিরকাল মন্নবস্ত্রের দুঃখে প্ৰাণে মরিয়াছ এখন আবার আপন ধন কোথায় রাখিয়া বুঝি আমার উপর দোষ দিতে আসিয়াছ আমি কিছু জানি না পরে পুত্রকে জিজ্ঞাসা করিবাতে পুঞ্জ কহিল মামি প্রাতে বাহির হইয়াছিলাম এই মাসিলাম তোমার ধন কি ছিল তাহাও জানি না ঘরের মধ্যেও কখন যাই মাই আপনি গোপন করিয়! কেন আমাকে মিথ্যা জিজ্ঞাসা করিতেছ, স্ত্রী পুপ্রাদির এই প্রকার বাক্য প্রবণমাত্র চিরঞ্জীব ক্ষিপ্তের ন্যায় হইল, এবং ক্রিয়তকাল শোক চিত্তে উন্মত্ত হইয়া হাহাকার করত ৫iণ ত্যাগ কৰিল । অতএব কদাচ কৃপণত করা কাৰ্য্য নহে তাছ করিলে চিরঞ্জীবের দশাগ্রস্ত হইতে হয় । পরহিতে রতি । পর শবেদ অন্য হিত পদে উপকার, যে মনুষ্য সাংগনু সারে অন্যের উপকার করেন পণ্ডিতেরা তাহাকেই બન્ને হিতে রত কহেন, পরোপকারিতা স্বভাবসিদ্ধ মহদগুণ যেহেতু সাধুলোকেরা অন্যের শরীরে আঘাতের কম্বা