পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানার্ণৰঃ , ·දී) বাল্যাবস্থায় নিয়ম । ی۔ প্রথমত মাতাপিতৃ প্রতি কবি ৷ - পএ সকল মাতা পিতার সম্ভ কৰ্য্যে অবিরত থাকি 6్న Z / - - বেন, যে যাহাতে তৎ, কাৰ্য্য সম্পন্ন করণে সমর্থ হন, অন্ত এব লোকে ও শাস্ত্ৰে কথিত আছে যে মাতা পিতার অভিমত কর্মচারী পুণ্ড, উত্তম আর মাতা পিতার বাক্য প্রতিপালন করে এ মাম এবং মাত পিতার অসমত কার্যে ও আজ্ঞা উল্লঙ্ঘমে নিয়ত রত পুং, অম, , , ইহা যুক্তি সিদ্ধ বটে, কারণ পরম জ্ঞান সাধন पूर्जड. মানব শরীর মাতা পিতা হইতে পাওয়াযায়, আর তাহারা সন্তানের দেহ বৃদ্ধি ও শরীর রক্ষণার্থ আহার নিড়া পরি. ত্যাগ পূর্বকৰ যত্ন করেন। আলে দে জননী দুশমাপ্ত অতিশয় গৰ্ত্তযন্ত্রণ ভোগ করিয়াও পুত্র প্রতিপাসনার্থ সতত অস্থির চিন্তু থাকেন । জনক ও যাবজ্জীবন বহুত্তর দুখ সম্ভোগ করত অর্থোপাৰ্জ্জন করিয়াও সদা অস্থির মতি হয়েন; অতএব মাত পিতার অভিমত কাৰ্য্য পূপ্রের অবশ্য কৰ্ত্তব্য, বিশেষত জনক জননীর আজ্ঞাবহ পূহের । সুখ সন্মান পরম সুখ, জ্ঞান শিলপ শাস্ত্রাদি বিদ্যাজন্মে আর সর্বপ্রিয় ও সকল কার্য্যে আদৃত হয় ৷ . ইহার উদাহরণ ৷ সি হল নগরে নগেশ্বর নামক এক ব্ৰাহ্মণ ছিলেন, দেবেড়ু বরেন্দ্র খগেন্দ্র নামে তাহার