পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y)ు জানার্ণবঃ। "ীক্ষত্ত পত্র সিংহাসমের নিকট প্রাপ্ত হইলেন এবং পাঠ করিয়া সহকারি লুপাসদ্বিগের নিকট তৎক্ষণাৎ সম্বাদ পাঠাইলেন তাহান্তে সৰ্ব্বসাধারণের পরামর্শে স্থির হুইল কল্যাণ সি\হ যে স্থানে টাকা রাখিবার নিমিত্ত সিথিয়াছে তৎস্থানে অনুচর প্রেরণ করা যায় এবং অনুচরেরা গোপন ভাবে থাকিয়া নির্দিষ্ট কাপে আদিষ্ট স্থলে কোন দিগ হইতে লোক মাসিয়া কোন দিগে কোথায় গমন করে মনোযোগ পূর্বক তাহা সন্ধান করিয়া সমাচার দেয় পরে তাহাই হইল এৰ সকলে সন্ধান পাইলেন যে কল্যাণ সিংহ বান্ধবগণ সহিত মৃত্তিকার নীচে বসতি করিতেছে অতএব সকল রাজার সৈন্য সামন্ত সহকারে দেখিলেন সেই স্থানের চারিদিগে সুড়ঙ্গ আছে তাহার মুখ স্তর ময় কপটে রুদ্ধ সেই কপাট মুক্ত করিয়া দ্যুর যাতায়াত্ত করে পরে নৃপতির সুড়ঙ্গার ভঙ্গ করিয়া চারিদিগে পূী মধ্যে বারুদ পুরিতে লাগিলেন এবং উত্তম ৰূপে বারুদ অগ্নি দিলেন তাহাতে সঙ্গিগণ সহকারে কল্যাণ সিমুহের সংহার ইইন্স, ইহার তাৎপর্য এই যে পরামিষ্টকারি भूके লোকের ব্রাপি নিস্তার নাই, পাঁচ লক্ষ অনুচরের অধিপতি হইয়াকল্যাণ সিংহ মৃত্তিকার নীচে বাস করিয়াছিল তথাচ পরিত্রাণ পাইল না, পরামিষ্ট । জন্য দোষে দল বল সহিত বিনষ্ট হইল অতএব পরের অনিষ্টাচরণ কোন প্রকারেই কৰ্ত্তব্য নহে ।