পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- , জ্ঞানার্ণবঃ। ))) প্রতারণ বিষয়ে উদাহরণ তারাপুর বাসি তারাচন্দ্র মামক একব্যক্তি সতত প্রতারণারত পরাবস্তু প্রবন্ধক ছিলেন তিনি এক অতি ধনী সাধুসমূপে সমাগমন পূর্বক কহিলেন মহাশয়সমীপে আমার আগমনের কারণ এই যে পৃথিী মঙ্গে এক্ষণে প্রায় সকল মনুষ্য ভ্ৰষ্ট হইয়াছে অতএব বিবেচনা করিয়া দেধিলাম কেবল মহাশয় সাধুমাত্র আছেন আর কেহ নাই ইহাতে আপমাঃ ধৰ্ম্মরক্ষার্থ মহাশয়কে আশ্রয় করিলাম, এই কথা বসিয়া অতি সাবধানে সাধুসম মাচারে ঐ সাধু সমীপে বাস করিতেন কিয়খকাল বিলম্বে তাহার প্রতি ঐ সাধর শ্রদ্ধা জঞ্চিয় তাহাকে সকল ধনাদি অৰ্পণ করিলেন প্ৰতরক প্রতিদিন কিঞ্চি ও অর্থ লইয়া অতি গুপ্তস্থানে মথিতেন কিন্তু প্রতিদিন সাধু সমীপে বিষয়েব অয় য় দেখাইয়া প্রতারক বলেছেন যে এতসংখ্যক মৃত্মা গোপনে রাখিয়াছি কিছু সঞ্চয় করা কন্তব্য ইত্যাদি । পরে কিয়হকাল বিলম্বে ঐ সাধু সমীপে অন্য এক প্রতীরক আগত হইয়া সাধু সতত প্রিয়কার্য্যাচরণ দ্বারা মতি শয় প্ৰিয হইল কিন্তু এই পুত্রক পুীয় সকল কাৰ্যা সঙ্কেত দ্বারা সম্পন্ন করিত এইৰূপে সাধুকে সংকেত পূর্বক কহিত যে এই স্থান হইতে এ অর্থ স্থানান্তরে প্রেরিত হই েসই েসাধুবোধহইল যে দেশান্তীয় বিষয় রক্ষার্থ অর্থ পেরিত হইবে ইহাতে fঃমি ভানুমতি