পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ জ্ঞানাৰ্ণৰঃ { যোগে যেষত জলের মধুরতা জন্মে সেইৰূপ পৱিত্ৰ গ্ৰহ মিলনে অত্যম্ভ কঠিনম্বদয় ব্যক্তিও নিৰ্ম্মল হয় এৰন্থ থমত্তি কঠোরভাষীও মধুর বাকযুক্ত হয় । শ্বেখ যেৰন মুর্ঘ্যকর সম্বন্ধে পৃথিবীন্থ তাৰ বহু প্ৰকাশিত হয় সেই প্রকার সন্মিত্র সম্প্রসঙ্গী অতি ই ব্যক্তিরও যাবতীয় পৰাৰ্থ দৃষ্টি গোচর হয় আর প্রাণনাশক পীড়া যেমন ওষধ বিশেষ দ্বারা শমত পায় তদ্রুপ কোঙ্গ প্রাণঘাতক ব্যাপার উপস্থিত হইলেও সন্মিত্র দ্বারা তাহার শান্তি জন্মে । যেমন বিদ্যাযুক্তজন ধয় অর্থব্যয় ও পরিশ্রম স্বারা অন্যের বিদ্যা জন্মাইয় দিতে চেষ্টা করে তাহার ন্যায় সন্মিত্র আত্ম কায়িক আর্থিক চেষ্টা দ্বারা মিত্রের সম্পত্তি করিয়া দেন দেখ অদ্যাপি যদি এক রাজার রাজাপ্তর মহ মৈত্রীভগব থাকে আর সেই মিত্র রাজা বিপদে পড়ে তবে পূর্বোক্ত রাজা স্বীয় সৈন্য ও অর্থদ্বারা শবুং পূর্বক মিত্র রাজীকে রাজ্য প্রদান করেন । স্বাৰ্থ উদ্দেশ থাঙ্গক কিম্বা নাই থীসক f ত্রের হিতাকামল যেজন না করে এবং অনিষ্ট দর্শন বা চিন্তন অথবা আচরণ করে এবং মিত্রকৃত উপকার অমান্যকরে থে ব্যক্তি তাহাকে অসন্মিত্ৰ কহা যায় এবং তাঁহা হইতে সতত অনিষ্ট জন্মে সিংহ ব্যাদি হইতে যেমন ङेन জন্মে ਬਸਿਨ কে ততোধিক ভয় করিতে হয়, কারণ । সিংহ ব্যাদি শুদ্ধ দুর্গবন্ধ পাইলে ভক্ষণ করে কিন্তু