পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানার্ণবঃ। ১৩৫ বৰুৱৰ ৰগে আকর্ষ বলি যে তাতে মৃগ নৃত্যু ৰূপে বদ্ধ হইল ইতিমধ্যে মিত্র শঙ্গনি ও শুক এই উভয়ে দেখিল মৃগ ও শৃগাল ঐস্থানে নাই অতএব তাহারা অনু মান করিস শৃগাল সাধু মৃগকে ভক্ষণাশয়ে কোন নিৰ্জ্জন স্থানে লইয়া গিয়া থাবি বে এই বিবেচনায় তাহারা উভয়ে নিরীক্ষণ করত ভ্ৰমণ করিতে লাগিল এবং দেখিল ধে হ২য সরোবর তীরস্থ ক্ষেত্রোপরি জাস বদ্ধ মৃগকে ভক্ষণ করার্থ শৃগাল গমন বরিতেছে অনন্তর গগনস্থ উভয়ে স্থির করিল যে দুই জনের মধ্যে একজন চঞ্চদ্বারা শৃগালকে আঘাত করিবে এবং একজন মূবিরাজ মিত্র সমীপে যাইয়া তাহাকে আনিবে কেন ন: মূৰ্ষিক আসিয়া দস্তদ্বারা জাল ছেদন করিলে মৃগ মিত্র এাণদান পাইবে এই পরামর্শ করিয়া শুক মূষিকাজ সমীপে গমন করিল শকুনি ধীয় চঞ্চ দ্বারা শৃগালকে আঘাত করিতে লাগিল ইতিমধ্যে শুক মুষিবরাজকে সেই স্থানে আনয়ন করিলে মুকি রাজ দম্ভ দ্বারা জাল ছেদন করিতে আরম্ভ করল তদৃষ্টে শৃগাল বিবেচনা করিল মৃগকে ভক্ষণ করিতে পারিস না অতএব বিবেচনা বরিল যদ্যপি সেই ক্ষেত্র সমীপে রব করে তবে ক্ষেত্রপতি জ্ঞাতাহইয়া মৃগকে বধকরিবে তাহাতে শৃগাস অস্থিচর্যাদি অবশ্যই কিঞ্চিৎ ভক্ষণ করিতে পাইবে এই বিবেচনায় শৃগাল শকুনি বন্ধুদ্বারা ক্ষতগত্র ছইয়া উচ্চৈস্বরে ক্ষেত্র সমীপে রব করিত্তে লাগিল তাহলে