পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,” জ্ঞানার্ণবঃ। -'8') বুদ্ধিমান বুদ্ধিদ্বারা যাহা হয় তাহা বলদ্বীরা হয় না দেখ • শ,গাল বুদ্ধিদ্বারা আমাদিগকে নানা আপদ গুস্ত করিসেক এং,সুহৃদ্ভেদ করাইয়া আপনি স্বচ্ছন্দে গৃহে গমন করিল সে যাহা হউক যুদ্ধে জয় ও পরাজয় অনিত্য যদ্যপি মামা দিগের পরাজয় হয় তবে এই বনমধ্যে আমাদিগের বসতি করা ভার হইবে আর যদ্যপি জয় হয় তথাপি উচিত নহে যে হেস্ত আমি যৎকালীন অত্যন্ত পীড়িত ছিলাম তৎসময়ে আহারাভাবে আমার প্রাণ সংশয় হইয়ছিল কিন্তু শৃগাল মাহীর দান করিয়া রক্ষা করিয়াছে অতএব সে খল অনিষ্টকারী হইলেও তাহার সেই উপকার মান্য করিতে হয় এবং তাছার কোটিং অপরাধ মার্জন করা কন্তব্য উপকার মান্য ন করিলে কৃত্যু হইতে হয় । । - '* * বণিজ ভনয়ের খল সহ মিত্রতার ফল । ফলগু নদী তীরে ফাল্গুনি নামক এক বণিজ নম্বন বাস করিতেন তিনি অভিধনী পরমসাধু এবং অত্যন্ত দাতা ও দয়ালু ছিলেন রাণিজ্য করার্থ কতগুলি অর্থ লইয়া তীর ত দেশে গমন করিলেন এক খল তাহার * অনুসন্ধান পাইয়া পথিমধ্যে পথিকৰূপে মিলিত হইল কিন্তু ছদ্মবেশী সায়Nসময়ে বেশস্তর ধারণ পর্বক ঐ বণিজ ভনয়ের যাবৰ্ত্তীয় অর্থ অপহরণ কৰিয়াৰীয় গৃহে লইয়া ঘাইপ পুনঃ প্ৰবেশ ধাৱন করিয়া পথিমধ্যে উক্ত বণিজ