পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জামাণব: } Y83 কেমন আতিশয় বিশ্বাস বিনা মিত্রত কদাচ হয় ন; অতএব মিত্রযোগ্য জন ব্যতিরেকে বিশ্বাস যোগ্য ব্যক্তিকে বিশ্বাস করিলে হানি জন্মে দেখ পরমেশ্বর নিরাকার কেহবা সাকার কছেন কিন্তু তিনি নয়ন গোচর কদাচ হয়েন না তথাপি জগত সন্দর্শনে তাহার বিদ্যমানতায় বিশ্বাস করত নানা কার্যাচরণ করিয়া পরমার্থ প্রাপ্ত হওয়া যাইতেছে এবং ভবিষ্যৎ কার্য্যে দৃঢ়তর বিশ্বাস করিয়া তাহার ফল সিন্ধি হইতেছে আর সুবর্ষাদি সুদৰ্শনে ক্ষেত্রপতি অধিক ফল প্রাপ্তjর্থ বিশ্বাস করিয়া তদন্তকৰ্ম্মাচরণে অধিক ফল পাইতেছে । অতএব বিশ্বাস ব্যতিরেকে কোনকার্য সম্পন্ন হইতে পারে না যদ্যপি কোনব্যক্তি কোন কার্য্যে বিশ্বাস না করিয়া প্রবৃত্ত হয়েন তথাপি সে কার্যে হামি জন্মে কারণ এক মনুষ্য, কতশত কাৰ্য্য, তৎকরণে একাকী সমর্থ হইতে পারে না বিশেষত কাৰ্য্য বিষয়ে উদাসীন মানুষ যত গুণ ও দোষ দেখিতে পায় কন্তু তত দর্শন করিতে পায় না যেমন বৃক্ষ হইতে ফল জন্মে কিন্তু সেফলের গুণ ও দোষ বৃক্ষ জানিতে পারে না কিন্তু উদাসীম যে ভোক্তণ তাহারাই জানিতে পারে তাহার ন্যায় উদাসীন ব্যক্তি সকল দোষ দেখিতে পায়ু সুতরা অন্য ব্যক্তিকে বিশ্বাস করিতে হয় । কিন্তু সদ সচিারী রহিন্তে রত বিজ্ঞ সভ্য অহংকারাদি বর্তি ব্যক্তিকে বিশ্বাস করা কত্তব্য কেননা যেমত উত্তম দ্রব্য