পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

الاr a - জ্ঞানদণবঃ। ?ᏩᎼ ক্লেশ হইয়াছিল কিন্তু কেৰস ষষ্ঠ রাজপূত্রের যানখন রাজ্যাদি রাজত বৃদ্ধি হইন্স-অতএব হে বালকগণ তোমরা অতিশয় যত্বপূর্বক বিজ্ঞ সুধীর মান্যকে বিশ্বাস করিযে যে তাহাতে মানাসুখ উৎপন্ন হইবে নতুবা দুখ সাগরে মগ্ন হইতে হইবে । দেখ এই রাজার সহোদর গণ ইহার তুল্য ধনী হইম ও তাছার নানা ক্ষোভ পাইলেন অতএব বিশ্বাসের যোগ্য ব্যক্তিকে বিশ্বাস করা কৰ্ত্তব্য ॥ সপ্তম রাজপুত্র অতি বিজ্ঞ মান্য সুবিবেচক এক সাধু প্রতি বিশাস করিলের কিন্তু তিনি তাহার প্রতি সকল রাজ্যের ভারাপণ করিয়া আপনি নিশ্চিন্ত হইলেন শুদ্ধ ক্রীড়াদি দ্বারা কীলক্ষেপ কৱিতেন সাধুও বহু পরিশ্রম পৰ্ব্বক তাহার অর্থ ও রাজ্যাদির বৃদ্ধি করিলেন মনন্তর এক জঙ্কিয়ান্তি মনুষ্য ঐ সাধুকে ধন গ্ৰহণার্থমন্ত্রণ দিত্তে লাগিল সুতরাং ঐ দমৎসগে সাধুর লোভ জন্মিল পরে ক্রমেই উক্ত রাজার সমুদয় অর্থ অপহরণ হইল রাজা ইঙ্গ জানিতে পারিয়া সাধুকে পরিত্যাগ করিলেন কিন্তু বহু অর্থ বিনাশে বহু ক্লেশ পাইলেন অতএব তোমারা বিশ্বাস যোগ্য জনকেও অতিশয় বিশ্বাস করিবে না দেখ অত্যন্ত বিশ্বাসে সপ্তম রাজপুণ্ডের প্রায় সকলৰ্থবিনাশ হইল কিন্তু मृठे রাজপুণ্ড বিশ্বাস যোগ্য ব্যক্তিকে বিশ্বাস করিয়া ছিলেন আপনিও তদারক করিতেন বলিয় তাহার রাজ্যাদি বৃদ্ধি পাইল অতএব শাস্ত্রে লিখিস্ত আছে যে