পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ly জ্ঞানাৰ্ণৰঃ। জনক জননীর মেৰা অবশ্য কন্তুৰ , প্রীতি জনক যে স্ক্রিয় তাহার নাম সেবা তাহা মাভা পিতার প্রতি অবশ্য করিতে হয় কারণ সেই সেবায় তাহারা প্রীত হইলে পৃএদিগের সুৰ ও সম্পত্তি হয়, এবং সৰ্ব্বত্র সৰ্ব্বলোকে সতত প্রশংসা করে তাহাতে সৎ সংসর্গ সন্ধি দ্যোপাঞ্জন পরম সুখ, পরমজ্ঞান, পাওয়া যায়। অতএব জনক জননীর সেবা ও আহার প্রদান করা কস্তব্য, ইহা যুক্তি যুক্তবটে, কারণ পূৰ্ণ প্রতিপালনার্থ জনক জননী বহুকাল বহু ক্লেশ পাইয়াছেন তাহার উপকার মান্যতা করিয়া ও তাহাদিগকে শ্রদ্ধাপূর্বক সেবা ও আহার প্রদান করা উচিত। বিশেষতঃ বৃদ্ধাবস্থায় তাহাদিগের ইন্দ্রিয় শৈথিল্য অন্যোপায়ের অতীব এবং ক্ষুধাদি প্রবল হয়। অতএব পশু পক্ষি প্রভৃতিতে এই ৰূপ দেখা যাইতেছে যে বুদ্ধাবস্থায় কিম্বা কোনপীড়োপলক্ষে শাবকাদি তাহাকে বেষ্টন করিয়ানি করত দূর হইতে কিঞ্চিদুব্য আনয়ন পূর্বক জনক জননীকে আহার দেয় দেৰ মাতা পিতার সমান আত্মীয় কেহনাই কারণ গৰ্ত্ত সম্বন্ধে জননীর অনেক যাতনা সস্তান ভূমিঠ হইলে তাহার প্রতিপালন করণার্থ মাতা পিতার বহুতর দুঃখ তথাপি তাহারা তাহা দিগের সুধার্থ সদাচেষ্টা ওসদুপদে প্রদান করেন এsে কম ক্রোধাদি চঞ্চলতা নিবারণার্থ নানা উপায় করেন অতএব সৰ্ব্বত্তোভাবে সৰ্ব্বদ হিতকারক যে মাতা পিত্তা