পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ জ্ঞানার্ণবঃ। w করিতে জাসিয়াছে ত্তমি কেন বিপরীত ব্যাখ্যা করিভেছ তাহাতে ভূপাল সি২হ উত্তর করিস যদ্যপি সিংহ আমীর দিগের বিনাশার্থ আসিত তবে পূর্ধেই আমরদিগের প্রতি ধাবমান হইত কিন্তু তাহ করে মাই অগ্ৰে আসিব জলাহরণের চেষ্টা পাইয়াছে এবং তাঁহাতে অক্ষম হইয়া এই প্রকার গতায়াত করিতেছে অতএব এইক্ষণে জল দিয়া সিংহের অভিপ্রায় পরীক্ষা করিতে হইয়াছে যদিও সমুহ হিংসু পশু হয় তথাচ পশুর মধ্যে রাজা বটে অতএব মহতের উপকার করিলে বিপদ হয় না ঘাহা জ্ঞানিলোকের মুখে শ্রবণ করিয়াছি তাহ ও পরীক্ষ করা হইবে আর আম রাই বা কেন সিংহকে ভয় বায়;তছি সিমূহ এ শিকা অামার দিগের একের প্রতি ধাবমান হইলে তি র ব্যক্তি বাণদ্বারা তাহাকে মারিয়া ফেলিক চিন্ত কি, এই বলিয়: ভূপাল fসমূহ বৃক্ষ হইতে নামিয়া কু পসমীপে যাইল এবং জল ভুলিয়া সাক্ষাতে রাখিব মাত্র সিংহ আহলাদত ছহয়; জলপান করিতে লাগিল অনন্তর আকণ্ঠ পর্যন্ত জলপান করিয়া সি\হ মাত্ত্যন্তিক পুলকিত হইল এks সুপালসিংহের প্রক্তি প্লেস্থ চক্ষে নিরীক্ষণ করিয়া বিবেচনা করিতে লাগিল ষে এই ব্যক্তি যানব হইয়া আমার প্রাণদান করিয়াছে অতএব জামি কি প্রকারে ইহার প্রত্যুপকার করিৰ মনু য্যের ধন প্রাপ্ত হইলে যাদৃশ আহ্নাদিত হয় ੋਜੀ প্রকারে ভাদৃশ মানৰ্ম্মিত হয় না কিন্তু আমার সঙ্কে না