পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- জানার্ণবঃ। • • S তাঁহাদের সেবা ও আহার প্রদান করা উচিত বরং দ্বারা তাহাদিগকে তৃপ্ত করিয়া স্বয় উপবাসীথাকাও ভাল যদ্যপি কোন পুত্র ইহা না করেন তবে সেই পুত্র অতি অধম এবং কৃতয় ও সৰ্ব্বত্র নিন্দনীয়, হয় আর কদাচ তাহার সুখ জন্যে অতএব তাহার জীবনাপেক্ষা মরণ মঙ্গল । জগৎকত্তা পরমেশ্বর যেমন জগত্তের হিতকারী পূণ্য সেইৰূপ মাত পিতৃ পুত্রদিগের উপকাৰী পূহ ও মান্য অতএব মাতাপিতৃ সেবা অবশ্যই কৰ্ত্তব্য। ইহার উদাহরণ । সিন্ধু নদ তট নিবাসী এক ব্রাহ্মণ ছিলেন তাহার পুপ্রায় প্রথম শালু, দ্বিতীয় কলু ঐ ক্ষণ অত্যন্ত প্রাচীন তাহার পত্নীও সেই প্রকার ছিলেন, কিন্তু শালু ও কল্পের কিঞ্চিৎ জ্ঞানোদয় হইলে দুইজনে বনে যাইয়া ফল চয়ন করিয়া শাল সমস্ত ফল ভক্ষণ করে কলু উত্তমোন্তম ফল লইয়া মাত পিতার দুঃখ সন্দর্শনে অতিশয় দূখিত হইয়ান্তাদিগের নিমিত্ত সযত্নে লইয়। অপকৃষ্ট কিঞ্চিৎফল অথবা পত্র ভক্ষণ করিয়| স্বকুটারে সমাগমন পূর্বক জনক । জননীকে ফল দিতেন, তাহা তাহারা ভক্ষণ করিলে কলু আহ্নাদিত হইতেন এইৰূপে ক্রমে ক্রমে তাঁহার বয়স অধিক হইলে গ্রাম মধ্যে যাইয়া ভিক্ষ দ্বারা উত্তম উত্তম । দ্রব্য আনয়ন করিয়া মাতা পিতাকে দিতেন তাঁহার .

  • -