পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণবঃ। א4ני( তিন দিগে তিন দল প্রেরণ করিয়া অবশিষ্ট মম্বাদল সহিত অরণ্যে মনৃেষণার্থ স্বয়ং যা aা করিলেন, এনিগে চিত্রকরের কি পৰ্য্যন্ত বিপদ হইয়াছে ডাহা শ্রবণ কর দুই বালক ও ৰূপকুমারী কন্যা স্বীয় ভ"র্য্য; এর বৃদ্ধ পিতা মাত সহিত চিত্রকর অতি নিবিড় বনে প্রবিষ্ট হইয় ঘোর বিপাকে ঠেকিয়াছে কোন দিগে বহির্গমনের পথ নাই গরি দিবস নিরখের ক্ষুধাতৃষ্ণতে অত্যন্ত ক্লান্ত হইয়াছে বিশেষতঃ চরণে কণ্টকাদি বিষ্ট হইবায় এবং ' মলতৃষ্ণায় ক্রম ও বৃদ্ধ পিতা প্রাণত্যাগ করিতে উদ্যত হইলেন তাহাতে རྨིག་ 3 পিভাবে নাম: প্রকার জ্ঞানোপদেশ দ্বার শাস্ত করিয়৷ এক স্থানে সকলকে রাখিয়া স্বয়\ হলে অনৃেষণ করিতে গেল কিন্তু পৰ্ব্বত শিখরে জল মা পাইয়া ঢ়ি কর এক বৃক্ষ ཨཱ:ཤ বসিয়া পরমে স্বরকে চিন্তা করিতেছে, এই সময়ে পরমেশ্বর প্রসাদে কিন্দূিরে এক সরোবর দেখিয়া তথর গমন করিয়া দেখিল এক বৃক্ষেত্তে পরিপন্থ হস্ত অপূৰ্ণ ফল সকল বুলিতেছে এইৰূপ আশ্চর্য দর্শনে হৃষ্ট হইয়া মন্ত পরমেশ্বর সমীপে কৃত্তজ্ঞতা স্বীকার করিল এবং তৎক্ষণাৎ প্রত্যাগত হইয়া স্বীয় পরিবার সকলকে সেই স্থানে লইয়া গেল, পরিবার সকল পথশ্ৰম ক্ষুধা তৃষ্ণতে ব্যাকুল সরোবর তীরে ফল প্রাপ্ত হইয়া মাছার করিসেন এবং আকণ্ঠ পর্যন্ত নিৰ্ম্মল জল পান করত সন্ধির হইলেন কিন্তু সেই সস্থিরত