পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5- জ্ঞানীণৰঃ। - আহার করিলে যাহা অৰশিষ্ট খাকিত ভাষা আপনি ছক্ষণ করিতেৰ যে দিবস অল্প দ্রব্য লভ্য হইত সে দিবস আপনি উপবাসী থাকিতেন, কিঞ্চিৎকাল বিলম্বে ঐ মগরস্থ এক খনির সহিত কন্থের প্রীতি হওয়াতে अर्थ প্রাপ্তি হইতে লাগিল সেই অর্থ মাতা পিতাকে প্রদান করত স্বয়ং ফলাদি আহার করিয়া মাতা পিতার সেবা ও সময় বিশেষে মধ্যয়ন করিতেন, তাহাতে ক্রমে ক্রমে কল বিদ্বান হইয়া সৰ্ব্বত্র মান্যতাপূর্বক পরমসুখ প্রাপ্ত হইলেন । কিন্তু শাল্ব উদর পূর্ণ করিবার জন্য দ্যুদিগের সহ মিলিত হইয়। দ্যুবৃত্তি করিতে আরম্ভকরিলেলোকের নিন্দিত হইয়া কারাগারে বাস করত প্ৰাণ পরিত্যাগ করিল, অতএব দেখ দুই সহোদর ইহার মধ্যে কলু কনিষ্ঠ তথাপি জনক জননীর সেবা হেত্ত স্বচ্ছন্দে পরম সুখ সম্ভোগ করিত্তে লাগিলেন, অ তএব জনক জননীর সেবা ও আহার প্রদান করা মনুষ্যের অবশ্যক । - গুরুর প্রতি ভক্তি কৰ্ত্তব্য । বাক্য ও লিপ্যাদি যে কোন উপয়ার জ্ঞান প্রদান করেন, যে ব্যক্তি তাঁহাকে গুরু বলাযায় । উপদেশ গ্রহণ করে ষে জন তাহাকে শিষ্য বলাযায় । শিষ্য গুরুর প্রতি ভক্তি ও মন্যতা, বাক্য প্রতিপালন এবং উপকার করিবেন যাহাতে গুরু প্রীত হয়েন, তাছা হইলে সেই শিয্যের প্রতি গুরুর স্নেহ জন্মে, তাহাতে তাহার অন্তঃ