পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণবঃ। ծեr> সমুদয় কাৰ্য্যই নিষ্পন্ন করিত কিন্তু তাহার প্রচুর লেভিছিপ বলিয়া বিচারে পক্ষপাত হইতে লাগিল তাহাতে প্রজা সমস্ত বিরক্ত হইল । م এইৰূপে কিয়দিবস গত হইসে সিতাঙ্গ বিবেচনা করিস্ক যে রাজা কোন বিষয়ই দেখেন ন আমীরপ্রতি সমুদর বিষয়ের ভারাপণ করিয়াছেন আমি যাহা করিব তাহাই হইবে তবে কেন আমি এত অধীন থাকিব অন্য কোন রাজার সহিত যোগ করিয়া অনায়াসেই ইহার রাজ্য লইতে পারিব এই বিবেচনা স্থির করিয়া অভিনব মন্ত্রী অপাক্ত দেশীয় নৃপতি উত্তমঙ্গকে গোপনে প০ পাঠছিল এবs তাহাতে এমত লিখিল যে মহারাজ যদি এই রাজ্য লইতে বাসন করেন তবে অনায়াসেই ইহ হস্তগত হইতে পারে কেননা কমলাকান্ত রাজা কোন বিষয় তদারক করেন না সকল ভারই আমার প্রতি আপিত আছে আমি যদি সৈন্য দিগকে রাজপক্ষ হইয়া যুদ্ধ করিতে ধারণ করি তবে কখনই তাহার। যুদ্ধে প্রবত্ত হইবে না অতএব এই মহারাজ্যভার লওন যদি মহাশয়ের বিবেচনা সিদ্ধ হয় তবে ঝটিতে সসৈন্যহইয়া সমর সজ্জায় এই স্থানে আসিবেন,নবীন মন্ত্রী এই সকল বৃত্তান্ত লিখিয়া পত্র পাঠাইল কিন্তু উত্তফাঙ্ক অবনী পাল তাহা গ্রাহ্য করিলেন না কারণ কমলাকান্ত নৃপতির সহিত তাঁহার বিশেষ মিত্রতা ছিল, বরং তিনি কমলাকান্ত লুপালকে সাবধান করিবার কারণ পত্র লিখি