পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ · · জানাণৰঃt যুক্তর সকল শাস্ত্রে অতি নিপুণ্ডম হওত সাধারণ সমীপে মান্যতা প্ৰাপ্তি পূর্বক পরম সুখ সম্ভোগ করতে লাগিলেন দেখ আতি খুলবুদ্ধি ভৈৱৰ গুরুর উপদেশে দৃঢ় বিশ্বাস করিয়া কত সুৰ পাইয়াছিলেন, অতএব গুরুর প্রতি ভক্তিপূর্বক তাহার উপদেশ গ্রহণ করা কাব্য। - বিদ্যাপ্রসঙ্গ । বিদ্যা সাধনের উত্তম উপায় যে বুদ্ধি প্রভৃতি তাহ মা কহিয়া প্রথমতঃ বালকদিগের প্রবৃত্তির নিমিত্ত বিদ্যা প্রসঙ্গ করি । পৰ্ব্বত, চর্যা বর্মাদি বরং কন্টে ভগ্ন ও ছিন্ন করাযায় কিন্তু বিদ্যারত্বের ছেদন ও বিভঞ্জন করা যায় না । মনুষ্য, জ্ঞান ও পরমসুখের হেতু যে মানব দেহ ভাহা বহুতর ভাগ্য বশতঃ প্রাপ্ত হইয়া পৃথিবীতে কিঞ্চিৎকাল সুখ সম্ভোগ করেন অনন্তর সেই শরীর পতন হয় । হে বালকগণ দেখ পূৰ্ব্বে অতিশয় প্রতাপান্বিত যে জরাসন্ধ্য, মান্ধাতা, দুয্যোধন, রাবণ, কথস, জবন ভূপতি প্রভৃতি রাজসমূহ তাহার সমূহ সূৰ্ণ সম্ভোগ করিয়াছেন বটে, কিন্তু কিঞ্চিৎ কালানস্তর বিনাশ পাইয়াছেন অতএব সেই ক্ষণিক সুখে ও শরীরে কি প্রয়োজন, যাহার দ্বারা চিরকাল স্থায়ি পরমসুখ পাওয়া যায় এবং যে সামগ্রীর কখন বিনাশ হয় না, ও চোর দসু্য প্রভৃতি অপহরণ করিতে পারেন এমত যে বিদ্যা, তাহার সেবা ও সেই রত্ন মপাৰ্জ্জনে মানুবদিগের চেষ্টা করা উচিত, এই ধনকে