পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানার্ণবঃ। גt রাজনীতি ইত্যাদি তাছার দ্বারা বিচারক ও বাদি প্রতিবাদির অভিলাষ পূর্ণইয় এব৯ মিত্র মানুষ পরমোপকারী বটেন কিন্তু অসমক্ষে কিম্বা স্বয় আপদগ্ৰস্ত হইলে বন্ধুর উপকার করিতে সমর্থ হয়েন না কিন্তু বিদ্যাৰূপ মিত্র সহায়ে সৰ্ব্বদা আপদ শান্তি পায় । এবং অন্যান্য রত্ন বরং বিপত্তি ও অপমান জনক হয় কিন্তু বিদ্যারত্ব সৰ্ব্বদা সৰ্ব্বসমীপে সকল কালে ঐশ্বৰ্য্য, মান্যতা, পূজ্যতা প্রদান করেন। অতএব হে বালক গণ তোমারা বিদ্যাভ্যাসে সৰ্ব্বদা যত্নকর । বিদ্যার ফল । - সকল শরীরপেক্ষ উত্তম মানব দেহ, এই দেহ ক্ষেন্ত্রে বিদ্যাবৃক্ষ রোপণ করিলে তাহাতে যে সকল উত্তম ফল। জন্মে তাহ পাইবার নিমিত্ত সকলেরি লোভ হয় আর সেই উত্তম ফল দেখিয়া বিদ্যাৰূক্ষে আরোহণ করণে কোম্ষ্য আকাংক্ষান করেন। সামান্য ভূমিতে সকল ফল জন্মে না কোন স্থান বিশেষে কোন ফল জন্মে আর মরুভূম্যাদিতে কিছুই হয়ন, কিন্তু দেহৰূপ ক্ষেত্রে সকল ফলই জন্মে, ত্রিভূবনে দুষ্প্রাপ্য যে পরমেশ্বরৰপ ফল তাহাও পাওয়া যায় । এব", অন্যান্য বৃক্ষ আরোহণে কণ্টকাদি নানা উপদ্রব আছে ও বহুতর ক্লেশ ও আয়াস পাইতে হয় আর যদ্যপি পতন হয় তবে প্রায়ই মৃত্যু হজমের সম্ভাবনা এবং অতি উচ্চস্থিত কলক