পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*

  • ~

নামে পুস্তক প্রস্তুত করিয়াছিলাম কিন্তু তদন্তর্গত বিষয়ের ও কঠিন সকল শব্দের পরিবত্ত করিয়া পুনর্মুদ্রাঙ্কিত করি লাম ইহাতে স্বীয় জ্ঞানানুসারে অভিনব অভিপ্রায়ে প্রায় অধিকাংশ রচনা অপর কিয়দংশ সংস্কৃতোদূতে ও নানা পুস্তকান্তর্গত ভাবাৰ্থ সS গ্রহপূর্বক नी5ि বিদ্যানুশীলন 8 বিবিধ সদৃপদেশ প্রকরণ বিশেষ দৃষ্টান্ত সহিত প্রকাশ করিলাম ইহাভে ভরস যে সহসা বালকগণ কৃতকার্য হুইস্তুে পরিবেন অর্থাৎ অপায়াসে উক্ত জ্ঞানাভ্যাসে সন্ধিদ্য হইয়া বিজ্ঞ সমাজে যশস্বী হইতে পরিবেন, অত্ত এর গুণ গ্রাহক গ্রন্থ গ্রাহক ধীরাগ্রগণ্যমগুলে বিনয়াগ্রে প্রার্থন এই যে জ্ঞানার্ণব সমাদর করিয়া জ্ঞানার্ণবার্থে উচিভার্থ দ্বারা জ্ঞানার্ণব করিকে চরিতীৰ্থ করেন । । অপর এই গ্রন্থ রচনায় শব্দ বিন্যাসের বিনাশ প্রাঞ্জের সম্ভাবনার ভাবনাশমবশ্যই করিতে হয় কেন না মহা জ্ঞানি পণ্ডিত সমুহের গ্রন্থ রচনায় দুম জন্মিয়া থাকে তাহতে আমার ক্ষুদ্র বুদ্ধি অর্থাৎ অজ্ঞের গ্রন্থ রচনা বিষয়ে দোষ বিরহ এমত কোন মতে ইহঁতে পারে না কিন্তু তদেণযোদ্ধার বিষয়ে ভরসা যে সূপ যেমত স্বীয় গুণবশতঃ কোন দ্রব্যের অসার পরিত্যাগপূর্বক সার গ্রহণ করিয়া থাকেন তাহার ন্যায় গুণাশ্রয় সদাশয় মহাশয়দিগের স্বভাব সিদ্ধ বটে অতএৰ ভাগুণগুণ গ্রহণপূর্বক দোষ পরিত্যাগ করিয়া "এণ্ঠদ্বিধয়ে মাঞ্জমা করিতে ত্রটি করিবেন না ।