পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ জ্ঞানার্ণবঃ। মৰ্ব্বাস্থাগু যে ৰূপ গুণ দায়ক তাহ বামদেবের সিংহাসন প্রাপ্তি বিষয়েতেই প্রকাশ পাইয়াছে । o দয় । অন্যের দুঃখ হরণ বিষয়েতে যে ইচ্ছা পণ্ডিতের তাছা কেই দয়া কছেন দয়া হেত্তক সাধু লোকের পরের দুঃখ দর্শন করিলে তাহার উপশমার্থ মিয়ত যত্নশীল হয়েন -অজ্ঞান লোক সকল সে ৰূপ হয় না তাহার কারণ এই যে দয়া পৃথিবীর মধ্যে কি পৰ্যন্ত খ সম্পদের আমূল হয় অজ্ঞান লোকের সামান্য বিবেচনা শক্তি দ্বারা তাহ জানিতে পারে না, পণ্ডিত লোকেরা অখণ্ড ভৰ্কদ্বাণ বিবেচনা করিতে পারেন অভএব জ্ঞানি লোকের আমোর দুঃখ পরিহার জন্য দয়া বিতরণ করিয়া প্রতিষ্ঠিত হয়েন এবং সেই দয়া দ্বারা যে ইষ্ট লাভ হইয়াঙ্গে দুষ্টাস্ত দ্বারা তাহাও দর্শন করাইতেছি । চন্দুপ্ৰভা নদী তীরে জয়দত্ত নামে এক নৃপতি ছিলেন তিনি আপন রাজত্বকালে শাণিতন্ত্র দ্বারা তাবৎ পৃথ্বী পালকে বশীভূত করিয়া সসাগর পৃথিবীর শাসনকারী হইলেন, কিন্তু রাজনত্যনুসারে প্রজাপলিন করতে জানিতেৰ ন বিশেষতঃ প্রজার সুখ বিষয়ে তাহার আত্যপ্তিক দ্বেষ ছিল যদি কোন প্রজা বাণিজ্য বা রাজ কার্য স্বারা সম্পত্তি সঞ্চয় করিত তবে জয় দত্ত শ্রবণ মা এই রাগিয়া কোন ছল করিয়া তাহাকে কারাগারে