পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo না হয়, তৰে যিনি সমূর্ণ জ্ঞানি পরমেশ্বর, তিনি কি করিবেন? ইছা অনুমান করিলে কি আমাদের পাষণ্ডত হয় না। শিষ্য। পরমেশ্বর এমত অনুমান নিবারণ করুন, এরুপ কথা কহিৰা মাত্রে হৃৎকল্প জন্মে। পৃথিবী অপেক্ষ দশ লক্ষ গুণে সূর্য বৃহৎ ইহা যদি নিশ্চয় জানি তাম, তৰে সূর্যের নিশ্চলত ও পৃথিবীর গমনশীলতার বিষয়ে অপর প্রমাণ চাহিত্যম না; যেহেতু আপন বৃদ্ধিতেই এমন তালমাল করিতে পারিতাম, যে পৃথিবীর গমন হইতে সূর্যের গমন দশ লক্ষ গুণে অনুচিত। আর পরমেশ্বরেতে সমূর্ণ জ্ঞান ও বিবেচন। আছে, তাহাতে আমার বোধ হয় যে তিনি কোন অদ্ভুক্ত কৰ্ম্ম করেন না, কিন্তু অতাল্প ও অতি সহজ ও অতুপযুক্ত কারণদ্বারা লোকহিতাথে অতি বৃহৎ ও অতুলম ও অত্যাশচর্য্য কায্য সৰ্ব্বদ উৎপন্ন করেন ; শুরু। সে সত্য, এখন আমি তোমাকে মাণ দিব, যে পৃথিবী পুতি চতুৰ্ব্বি-শতি ঘটিকাতে এক বার ভূমণ করে। স্বাস্তৱিক কোন অালের উপর ঘরে না, কিন্তু মধ্যবর্কিল্পিত এক ঋজু রেখার উপরে ভূমণ করে, এই কল্পিত রেথ পৃথিবীর মধ্যপ্রমেশ দিয়া তাহার দক্ষিণোত্তর ভাগ পর্যন্ত দিয়াছে, সেই ভাগদ্বয়ের নাম পৃথিবীর দক্ষিণ উত্তর কেন্দু বলা যায় ; শন্যে নিক্ষিপ্ত এক নাগরঙ্গ ফলের ম্যায় পৃথিবীর ভুমণ ঘূর্ণায়মান । জানিৰ জল স্বভাবতে নীচগামি, এই প্রযুক্ত পৃথিবীর চতুপার্থে উচ্চ স্থান হইতে নিম্ন স্থলে পড়িতেছে। ইহার । কারণ এই যে পৃথিবীমধ্যস্থ আকর্ষণ শক্তিতে জল ও অন্যং বস্তুকে অস্বধ্যভাগে আকর্ষণ করে! যদি পৃথিৱী কৃত্রিম পরিস্কৃত ভূগোলের ন্যায় সৰ্ব্বতোড়াৰে ও. চিকুণ হইত, তবে তাহার সমুদয় বহির্ভাগ মধ্যভাণহইতে