এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিগগেস করল, ‘হ্যাঁগা, তুমি কি খাও?’
ষাঁড় বললে, ‘আমি ঘাস খাই।’
ছাগলছানা বললে, ‘ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি।’
ছাগলছানা বললে, ‘আমাকে সেখানে নিয়ে যেতে হবে।’
ষাঁড় বললে, ‘আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশী করে খাই।’
ছাগলছানা বললে, ‘সে ঘাস কোথায়?’
ষাঁড় বললে, ‘ঐ বনের ভিতরে।’
ছাগলছানা বললে, ‘আমাকে সেখানে নিয়ে যেতে হবে।’
একথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল।
সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস, ধরল, সে তত ঘাস খেল।
২০