পাতা:টুনটুনির বই.djvu/৫২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 তারপর খানিক দূর গিয়ে পান্তাবুড়ী দেখলে, পথের ধারে একখানা ক্ষুর পড়ে রয়েছে।

 ক্ষুর বললে, ‘পান্তাবুড়ী, কোথায় যাচ্ছ?’

 পান্তাবুড়ী বললে, ‘চোরে আমার পান্তাভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি।’


আমাকে ঘাসের ওপর রেখে দাও পৃঃ ৪৯

 ক্ষুর বললে, ‘ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে।’

 পান্তাবুড়ী বললে, ‘আচ্ছা।’

 তারপর পান্তাবুড়ী রাজার বাড়ি গিয়ে দেখলে, রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না।

 বাড়ি ফিরবার সময় তার ক্ষুর আর গোবর আর বেল আর শিঙিমাছের কথা মনে হল। সে তাদের সকলকে তার থলেয় করে নিয়ে এল।

৪৮