এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল।
একখানা পিঠে মুখে দিয়ে সে বললে, ‘বাঃ! কি চমৎকার!’
আর একখানা মুখে দিয়ে বললে, ‘না, এটা তত ভালো নয়, খালি ময়দা দিয়ে গড়েছে!’
আর একখানা মুখে দিয়ে বললে, ‘ছি! এটাতে খালি ভুষি আর ছাই। চড়াইবন্ধু, এ কি খাওয়ালে!’
বাঘ ভয় পেয়ে সেখান থেকে ছুট দিল। [পৃঃ ৫৭
আর একখানা মুখে দিয়ে বললে, ‘উঃ হুঁ! এটাতে কিসের গন্ধ! গোবর দিয়েছে নাকি? চড়াই বেটা তো বড় পাজী।’
এমন সময় হয়েছে কি? চড়াই হাঁড়ির ভিতর থেকে নাক-মুখ সিঁটকিয়ে বলছে, ‘চড়নী, আমি হাঁচব।’
৫৬