পাতা:টুনটুনির বই.djvu/৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 তখন একজন একটা মস্ত ইট এনে বাঘের গায়ে ছুঁড়ে মারল।

 তাতে বাঘ বললে, ‘হাঃ, হাঃ, হাহা হাহা।’

 আর একজন একটা বাঁশ দিয়ে গুঁতো মারলে।

 তাতে বাঘ বললে, ‘হী, হীঃ, হিহি, হিহি।’

 আর একজন একটা বল্লম দিয়ে খোঁচা মারলে।

 তাতে বাঘ বললে, ‘উঃ, হূঃ, হূঃ, হোহো হোহো হোহো!—বুঝেছি তোমরা আমার শালা।’

 আবার তারা বল্লমের খোঁচা মারলে।

 তাতে বাঘ বেজায় রেগে বললে, ‘দুত্তোর! এমন ছাই বিয়ে আমি করব না।’ বলে সে দড়ি ছিঁড়ে বনে চলে গেল।

 বনের ভিতরে এক জায়গায় করাতীরা করাত দিয়ে কাঠ চিরত। একটা

৮৭