টেলিমেকিস। উপক্ৰমণিকা । ট্রায়ের অধিপতি রাজা প্ৰায়মের হেক্টর ও পারিস নামে দুই পুত্র ছিলেন । পারিস্ গ্রীস দেশের অন্তঃপাতী স্পার্টা নগরে উপস্থিত হইলে তত্ৰত্য রাজা মেনেলেয়াস। তঁহার অভ্যাগতোচিত সৎকার করিলেন। পারিস তদীয় আবাসে। পরম সমাদরে অবস্থিতি করিতে লাগিলেন । মেনেলেয়সের মহিষী হেলেন পরম সুন্দরী ছিলেন। তৎকালে ভূমণ্ডলে র্তাহার তুল্য ৰূপলাবণ্যবতী রমণী আর কেহ ছিল না। ক্রমে ক্ৰমে পারিসের সহিত ভঁাহার সাতিশয় সম্ভাব ও প্ৰণয় জন্মিল। সেই সময়ে মেনেলেয়াস কাৰ্য্যবশতঃ ক্রীট দ্বীপে গমন করিলে, পারিস তদীয় অনুপস্থিতিৰূপ সুযোগ দেখিয়া রাজমহিষী অপহরণপুৰ্বক স্বদেশে পলায়ন করিলেন । কিছু দিন পরেই মেনেলেয়াস্ ক্ৰীট হইতে প্রত্যাগত হইলেন এবং পারিসের এইৰূপ অদৃষ্টচর ও অশ্রুতপূৰ্ব কৃতঘ্নতা ও বিশ্বাসঘাতকতা দর্শনে সাতিশয় কুপিত হইয়া প্ৰতীকারচেষ্টা করিতে লাগিলেন । তিনি পারিসের নামে অভিযোগ ও নিজ মহিষী প্ৰত্যানিয়ন করিবার উদ্দেশে ইউলিসিসের সমভিব্যাহারে ট্রয় নগরে গমন করিলেন,
পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।