পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

no টেলিমেকিস । এক্ষণে এই নিৰ্দয় নরাধমের রাজ্য হইতে অবিলম্বে পলায়ন কর । পৃথিবীর যে প্রদেশে ও ষে অবস্থায় হউক না কেন, যে ব্যক্তি তোমার সহবাসে কালৰাপন করিতে পারে সে কি সুখী ! কিন্তু ৰিধির নির্বন্ধ কে খণ্ডিতে পারে ? জন্মভূমির সমুদায় ক্লেশ ভোগ করিবার নিমিত্তই আমার জন্মগ্ৰহণ হইয়াছে, আর হয় তা জন্মভূমিধ্বংসেই আমার জীবন ধ্বংস ঘটিৰে । কিন্তু যদি আমার ধৰ্ম্মে মাতি থাকে ও সতত সত্যপালন করিতে পারি, তাহা হইলে আমি ক্লেশভোগ ৰা। জীবননাশের কিঞ্চিঙ্গাত্ৰ গণনা করি না । প্রিয়ানুহৎ টেলিমেকস ! দেবতারা তোমাকে সকল বিষয়েই এৰূপ উপদেশ দেন যে, বোধ হয়, বেন তঁহারা তোমার হন্ত ধারণ পুৰ্ব্বক পথ প্ৰদৰ্শন করেন ; এক্ষণে তঁহাদের নিকট আমি এই প্রার্থনা করি যেন ঠাহার তোমাকে চিরকাল পরম পবিত্র ধৰ্ম্মৰূপ অমুল্য রত্ব বিতরণ করেন। তুমি দীর্ঘজীবী হও, নিরাপদে স্বদেশে প্ৰতি গমন কর, পাণিগ্ৰহণDBBD YBDBDBDBDBBDBD YBDB BBB BDDDBD DDD DBDBDS পিতাকে দর্শন করিয়া নয়নযুগল চরিতার্থ এবং আলিঙ্গন করিয়া বাহুযুগল ও বক্ষঃস্থল সার্থক করা; তিনিও স্বসদৃশ তনয় নিরীক্ষণ করিয়া অসীম হর্ষ প্ৰাপ্ত হউন। কিন্তু তুমি সুখ ভোগে আসক্ত হইয়া এই হতভাগ্যকে এক বারেই বিস্থিত হইও না ; বন্ধুবিচ্ছেদ দুঃখ অন্ততঃ এক বারও যেন তোমার হৃদয়ে আবির্ভূত হয়। তঁহার এইৰূপ কথা শুনিয়া আমার অন্তঃকরণ দ্রবীভূত হইল। আমি ভঁাহার গলদেশে লগ্ন হইয়া নয়নজলে তঁহাকে প্লাবিত করিলাম, একটিও কথা কহিতে পারিলাম ।